ছেলেদের বিভাগে আইসিসির𒐪 বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সূর্যকুমার যাদব। মেয়েদের বিভাগেও সংক্ষিপ্ত ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটের সেরা তারকা হওয়ার দৌড়ে নাম লেখালেন এক ভারতীয় ব্যাটার। ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার তথা ভাইস ক্যাপ্টেন স্মৃ༺তি মন্ধনা মনোনীত হলেন বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটারের পুরস্কারের জন্য।
মন্ধনার সঙ্গে খেতাবের জন্য লড়াই চালাবেন পাকিস্তানের অল-রাউন্ডার নিদা দার। বৃহস্পতিবার বর্ষসেরা ক্রিকেটারের জন্য় মনোনীl খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, তাতে স্মৃতি ও নিদা ছাড়াও নাম রয়েছে নিউজিল্যান্ডের অল-রাউন্ডার স♉োফি ডিভাইন ও অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার তালিয়া ম্যাকগ্রার।🐻
স্মৃতি মন্ধনা: ২০২২ সালে ২৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে স্মৃতি মন্ধনা সাকুল্যে ৫৯৪ রান সংগ্রহ করেন। এবছর সংক্ষিপ্ত ফর্ম্যাটে তিনি হাফ-সেঞ্চুরি করেন ৫টি। এবছಞরেই মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সব থেকে কম ২৩ বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন মন্ধনা। সং෴ক্ষিপ্ত ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে আড়াই হাজার রানের মাইলস্টোনও টপকে যান তিনি। উল্লেখ্য, স্মৃতি মন্ধনা গত বছরেও এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। সুতরাং, ধারাবাহিকতা বজায় রেখে টানা দ্বিতীয়বার বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটার হওয়ার দাবি পেশ করলেন ভারতীয় তারকা।
নিদা দার: পাকিস্তানের তারকা অল-রাউন্ডার ২০২২ সালে ১৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে ৫৬.৫৭ গড়ে ৩৯৬ রান সংগ্রহ করেন। সঙ্গে তুলে নেন ১৫টি উইকেট। সংক্ষিপ্ত ফর্ম্যাটে ৩টি হাফ-সেঞ্চুরি করেন নিদা। এশিয়া কাপের ৬টি ম্যাচে মাঠে𝄹 নেমে ১৪৫ রান করার পাশাপাশি ৮টি উইকেট নেন পাক তারকা। অক্টোবরের সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কারও হাতে তোলেন নিদা।
সোফি ডিভাইন: নিউজিল্যান্ডের অল-রাউন্ডার এবছর ১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ২৯.৯২ গড়ে ৩৮৯ রান সংগ্রহ করেন। সেই সঙ্গে বল হাতে তিনি তুলে নেন ১৩টি উইকেট। সোফি এই মুহূর্তে আইসিসির এক নম্বর টি-২০ অল-রাউন্ডার। সোফির নেতৃত্বে নিউজিল্যান্ডের𒀰 মহিলা ক্রিকেট দল এবছর ১৪টি ম্যাচের মধ্যে ১১টিতে জয় তুলে নেয়। যার মধ্যে একটি জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার ওভারে।
আরও পড়ুন:- BENG vs NAGA Ranji Trophy: নাগাল্যান্ডকে ১২৩ রানে গুটি♚য়ে দিয়ে র💙ঞ্জিতে বিরাট জয় বাংলার
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।