আইপিএল মরশুম ভালো কাটেনি। মাঠের লড়াইয়ে বেশ কিছুদিন ধরেই চাপে রয়েছেন পৃথ্বী শ। তবে মাঠের🔴 বাইরে বড়সড় স্বস্তি পেলেন তারকা ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়ে দিল মুম্বই পুলিশ।
আন্ধেরির এক পানশালায় পৃথ্বী শ তাঁর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্♔লুয়েন্সার স্বপ্না গিল। যদিও তদন্তে নেমে পুলিশ সেই অভিযোগের কোনও সত্যতা খুঁজে পায়নি বলে জানিয়েছে আদালতকে। সোমবার তদন্তকারী অফিসার ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে রিপোর্ট জমা দেন।
পুলিশ ꦫতদন্তের রিপোর্ট জমা দেওয়ার পরে স্বপ্না গিলের আইনজীবী আলি কাশিফ খান আদালতের কাছে ঘটনার ভিডিয়ো ফুটেজ জমা দেওয়ার অনুমতি চান। স্বপ্না গিলের বন্ধুর মোবাইল ফোনে রেকর্ড হওয়া ভিডিয়ো ফুটেজ ছাড়াও পানশালার বাইরে লাগানো সিসিটিভি ফুটেজও জমা দেওয়ার অনুমতি চেয়েছেন তিনি। আদালত পুলিশকে গোটা ঘটনার ভিডিয়ো ফুটেজ জমা দেওয়ার🌱 নির্দেশ দেয় এবং শুনানি ২৮ জুন পর্যন্ত মুলতুবি রাখে।
গত ফেব্রুয়ারিতে আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টে স্বপ্না গিল পৃথ্বীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং এফআইআর ন൲থিভুক্ত করানোর আবেদন জানান। আদালতের দ্বারস্থ হওয়ার আগে গিল আন্ধেরির এয়ারপোর্ট থানায় পৃথ্বী শ ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানানোর চেষ্টা করেন।
পুলিশ আদালতকে জানিয়েছে যে, তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানতে পেরেছে, গিল ও তাঁর বন্ধু শোবিত ঠাকুর নেশাগ্রস্থ ছিলেন এবং নাচানাচি করছিলেন। ঠাকুর নিজের মোবাইল ফোনে পৃথ্বীর ভিডিয়ো তোলার চেষ্টা করেন তবে তারকা ক্রিকেটার মানা করেন ভিডিয়ো তুলতে। সিসিটিভি ফুটেজে পৃথ্বী অথবা অন্য কেꦬউ কোনওভাবে স্বপ্না গিলের শ্লীলতাহানি করেছেন বলে প্রমাণ মেলেনি।
পুলিশের তরফে এও জানানো হয়েছে যে, পানশালায় সেদিন উপস্থিত প্রত্যক্ষদর্শীদের প্রত্যেকেই জানিয়েছেন, কেউ🍬ই স্বপ্না গিলের গায়ে দৃষ্টিকটুভাবে হাত দেননি। এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হাতে বেস বল ব্যাট নিয়ে পৃথ্বীর গাড়িকে ধাওয়া ক♊রেন এবং গাড়ির কাচ ভেঙে দেন।
পু🔯লিশের রিপোর্টে সিআইএসএফ আধিকারিকদের বয়ানও নথিভুক্ত করা রয়েছে। তাঁদের কেউই গিলের অভিযোগকে সমর্থন করছেন না। সুতরাং, পুলিশের তদন্তে এটা স্পষ্ট যে, পৃথ্বীকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এখন দেখার যে, আদালতের রা📖য়ে তারকা ক্রিকেটার ক্লিনচিট পান কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।