বিসিসিআই-এ বড় ধাক্কা খেতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু তিনি তো হার মানার পাত্র নন। সৌরভ মানেই তো লড়াক🐲ু প্রত্যাবর্তন। ফের আরও এক বার কর্তা হিসেবে শূন্য থেকে শুরু করছেন। তিনি ফিরছেন সিএবি-তে। আসন্ন সিএবি-এ নির্বাচনে প্রেসিডেন্ট পদের জ𒈔ন্য লড়তে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২২ অক্টোবর তিনি জমা দেবেন মনোনয়নও।
শনিবার আনুষ্ঠানিক ভাবে এ কথা জানিয়ে দিয়েছেন বিসিসিআই-এর সদ্য প্র🌜াক্তন হওয়া প্রেসি𝄹ডেন্ট। বোর্ড থেকে বিদায় নিলেও ক্রিকেট প্রশাসন থেকে সরছে না সৌরভ। বরং নতুন চ্যালেঞ্জ শুরু তাঁর নতুন লড়াই।
আরও পড়ুন: দাদার বিরুদ্ধে কেউℱ সরব হননি, রাজনীতিরও যোগ নেই- আজব দাবি নতুন IPL চেয়ারম্যানের
এ দিন পিটিআই-কে সৌরভ বলেছেন, ‘হ্যাঁ, আমি নির্বাচনে লড়তে চলেছি। আগামী ২২ অক্🔥টোবর মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে রয়েছে। পাঁচ বছর আমি সিএবি-তে ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারব। ২০ তারিখের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারব বলে আশা করছি।’
প্রসঙ্গত, সৌরভ এ দিন ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ইদানীং যে কুৎসা রটনা কꦜরা হচ্ছে, তাঁর জবাব দিতেই নির্বাচনে লড়তে চলেছেন। সৌরভের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিষেক ডালমিয়াও।
শনিবার সিএবি-তে একটি ফটো সেশন ছিল। বিদায়ী অ্যাপেক্স কাউন্সিলের কর্তারা এবং বিভিন্ন আধিকারিকরা হাজির ছিলেন। সৌরভও এসেছিলেন। মাঠ🍸ে বহুক্ষণ সিএবি-র বিদায়ী সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে ক🐼থা বলতে দেখা যায়। সিএবি-র বিভিন্ন কর্তাদের সঙ্গেও কথা বলেন। তার পরে সেখানে হাজির সংবাদমাধ্যমের সামনেও সিএবি-র নির্বাচনে লড়ার প্রসঙ্গ পরিষ্কার করে দেন।
আরও পড়ুন: তাঁর জায়গায় রজার বিꦇনি, তবে ক্ষোভ নয়, বরং মজা করে বিষয়টি হাল্কা করলেন সৌর♉ভ নিজেই
সৌরভ সিএবি-তে দাঁড়িয়ে বলেন, ‘কোনও রকম সমঝোতা নয়। নির্বা𒅌চনে লড়ব। আমার বিরুদ্ধে এত ক♎ুৎসা রটেছে, তাই নির্বাচনে লড়ছি।’
শোনা যাচ্ছিল, সৌরভের দাদা স্নেহাশিস সিএবি-র পরবর্তী সভাপতি হতে পারেন। তবে বোর্ড সভাপতির পদ থেকে সৌরভ সরে যাবেন, এই খবর নিশ্চিত হতেই সব সমীকরণ বদলে যায়। জল্পনা চলছি�🌸�ল, সৌরভ সিএবি সভাপতি হিসাবে ক্রিকেট প্রশাসনে ফিরতে পারেন। সেই জল্পনাই সত্যি হতে চলেছে।
২০১৫ সালে সৌরভ সিএবি-র প্রেসিডেন্ট হয়েছিলেন। তবে সে বার নির্বাচনে লড়তে হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মনোনীত হয়ে সিএবিতে পা দিয়েছিলেন মহারাজ। এ বারের পরিস্থিতি ꦆকিন্তু তেমন নয়, খুব 💮ভালো করেই জানেন সৌরভ। তবুও নাছোড় মনোভাব নিয়েই ক্রিকেট প্রশাসনে টিকে থাকার লড়াইয়ে নামছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।