রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মূহূর্তের গোলে জার্মানিকে হারিয়ে ইউরোর সেমিতে স্পেন। ২-১ গোলে আয়োজক দেশকে হারিয়ে ইউরো কাপ থেকে ছিটকে দিল স্পেন। ফের একটা খারাপ 🎀প্রতিযোগিতায় গেল ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচের অন্তিম লগ্নে গোল করেন স্পেনের মেরিনো, তাঁর হেডারেই ম্যাচ জিতে নেয় লা রোজা বাহিনী। এরপর লালকার্ড দেখেন স্পেনের ডিফেন্ডার ডানি কার্ভাহাল। স্পেনকে আলভারো মোরাতে প্রথমে এগিয়ে দিলেও সেই লিড ধরে রাখতে পারেনি তাঁরা। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে সেই গোল পরিশোধ করে দিয়েছিলেন জার্মানির রিটজ। তবে শেষরক্ষা হল না।
আ🅷রও পড়ুন-মায়ের মন! অসুস্থ শরীর উপেক্ষা করেই ছেলের বিজয়যাত্রা দেখত𒁃ে হাজির রোহিত জননী..
স্পেন দল হাইলাইন ডিফেন্সে খেললেও জার্মানি তাঁদের দুর্গে ৮ মিনিট পর্য𝔉ন্ত ভাঙল ধরাতে পারেনি, এক্ষেত্রে অবশ্য ভাগ্য সহায় ছি♍ল স্পেনের। নিশ্চিত গোলের বলও বারে লেগে প্রতিহত হয়ে যায়। ম্যাচের ১ মিনিটেই জার্মানদের গোলমুখে আক্রমণ করে স্পেন, পেদ্রির শট গোলে না জড়ালেও তখনই বোঝা গেছিল জার্মানদের ডেরায় খোলসের মধ্যে থাকবে না তাঁরা। কিন্তু ৮ মিনিটেই ঘটে বিপত্তি, চোটের জন্য মাঠ ছাড়েন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। ২১ মিনিটে কাই হাভার্টজের হেডার ধরে নেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ৩৫ মিনিটে হাভার্টজের শট বাঁচিয়ে দেন সিমন। ৪ মিনিটর পর সুযোগ পায় স্পেন, এক্ষেত্রে ওলমোর শট ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার। গোলশূন্য স্কোরলাইন রেখেই লেমন ব্রেকে যায় দুই দল।
আরও পড়ুন-রুপো, ব্রোঞ্জ পেয়েছি অলিম্পিক্সে! এবার পদক▨ের রং বদলাব, প্রধা🦩নমন্ত্রীকে কথা দিলেন সিন্ধু!
বিরতির পরই জোড়া পরিবর্তন করেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। লেরয় সানে এবং এমরে ক্যানের পরিবর্তে ফ্লোরিয়ান রিটজ এবং রবার্ট আন্দ্রিচকে মাঠে নামান তিনি। ৫১ মিনিটে লামিন ইয়ামাল, দানি ওলমোর যুগল⭕বন্দীতে গোলের দেখা পেয়ে যায় স্পেন। লামালের পাশ থেকে গোল করে যান দানি ওলমো। ৬৩ মিনিটে ইয়ামালের পরিবর্তে ফেরান তোরেসকে নামিয়ে স্ট্রাইকিং লাইন আপ আরও শক্তিশালী করেন লুইজ দে লা ফন্তে। ৬৯ মিনিটে ফুলক্রুগের পাস থেকে গোল লক্ষ্য করে শট নেন আন্দ্রিচ, কিন্তু ততধিক দক্ষতায় তাঁ বাচিয়ে দেন উনাই সিমন। ৭৭ মিনিটে নাচোকে ছাপিয়ে গিয়ে ডাইভ দিয়ে গোলের চেষ্টা করেন ফুলক্রুগ, কিন্তু বল বারে লেগে প্রতিহত হয়। টানা স্পেন রক্ষণে আক্রমণ করতে থাকে জার্মানরা। ৮৯ মিনিটেই আসে তাঁদের কাঙ্খিত গোল, জার্মানির হয়ে সমতা ফেরান ফ্লোরিয়ান রিটজ। বায়ার্ন লেভারকুসেনে ক্লাব ফুটবল খেলা এই স্ট্রাইকার স্পেনের রক্ষণভাগের ফুটবলারদের সামনে থেকেই শট করে চলে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন লাপোর্তে-কারভাহালরা। কেউ মার্ক করেননি রিটজকে।
আরও পড়ুন-লোকে হ্যা🅺টা করত...এখনও রক্তক্ষরণ হচ্ছে মনে, মোদীর সামনে কী বললেন হার🌠্দিক?
এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেখানে দুই দলই কিছুটা মেপে ফুটবল খেলার চেষ্টা করছিল। এরই মধ্যে পেনাল্টির আবেদন জানায় জার্মানি। এরপর ফুলক্রুগ দুবার সুযোগ পেলেও হেডার থেকে গোলে কনভার্ট করতে পারেননি তিনি। অতিরিক্ত সময়ের এক মিনিট আগে গোল করে স্পেনের জয় নিশ্চিত করে দেয় পরিবর্ত হিসেবে নামা মিকেল মেরিনো। তাঁর গোলেই সেমির টিকিট পেল স্পেন। ইউরো থেকে ছিটকে গেল জার্মানি। ম্যাচের শেষ লগ্নে মুসিয়ালাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার ডান﷽ি কার্ভাহাল। এছাড়াও ম্যাচে স্পেনের দ্বিতীয় গোলের পর সেলিব্রেশন করতে গিয়ে হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবেন না আলভারো মোরাতা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।