শুক্রবার অলিম্পিক্সের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে এক আলাপচারিতা পর্ব রাখা হয়েছিল কেন্দ্রের তরফে।𝓀 সেখানেই ভারতীয় সিনিয়র ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উদ্বুধ্ করেন ক্রীড়াবিদদের। কেমন প্রস্তুতি চলছে সকলের, ভার্চুয়াল আড্ডায় তা জানতে চান ক্রীড়াবিদদের কাছে। নীরজ চোপড়ার মতোই এবারের অলিম্পিক্সে ভারতের পদক জয়ের দাবিদার দুবারের অলিম্পিক্স পদকের মালিক পিভি সিন্ধু। ২৯ বছর বয়সী হায়দরাবাদী এই শাটলার এর আগেও দুবার দেশকে পদক এনে দিয়েছিলেন। তাঁর সঙ্গেই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে অলিম্পিক্সে নতুন প্রতিযোগিদেরকেꦉও মোটিভেট করার জন্য সিন্ধুকে বলেন প্রধানমন্ত্রী। পাল্টা তাঁকেও পাশে থাকার জন্য ধন্যবাদ জানান হায়দরাবাদী শাটলার। প্রসঙ্গত একদিন আগেই দিল্লিতে প্রধানমন্ত্রী হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল।
আরও পড়ুন-সামাইরার পর বিশ্বকাপ ꦆট্রফি যেন দ্বিতীয় সন্তান রোহিতের! কীভাবে আগলে রাখলেন দেখুন!
প্রধানমন্ত্র নরেন্দ্র মোদীকে পিভি সিন্ধু বলেন, ‘ এবার আমি তৃতীয় অলিম্পিক্সে যাচ্ছি স্যার। এর আগে দুবার গেছি। ২০১৬ রিও অলিম্পিক্সে ﷽রৌপ্য পদক এনেছিলাম, ২০২০ টোকিও অ🎃লিম্পিক্সে ব্রোঞ্জ পদক এনেছি। এবার আশা করছি, পদকের রং বদলাতে পারব এবং পদক নিয়েই ফেরার চেষ্টা করব। এবার অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেই যাচ্ছি, তবে কাজটা অবশ্যই সহজ হবে না। আমি আমার সেরাটা দেব আর ভালো কিছু করার চেষ্টা করব’।
আরও পড়ুন- চুরমা কবে খাওয়াবে? তোমার মায়ের হাতের রান্না খাব! অলিম্পিক্🍌সের আগে নীরজের কাছে প্রধানমন্ত্রী আবদার
প্রধানমন্ত্রী এরপর তরুণ প্রতিভাদেরও নিয়ে সিন্ধু কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটাই বলব, তাঁদের সকলকে অনেক শুভেচ্ছ। সবাই জানে খুব চাপ থাকে অলিম্পিক্সে। অনেকে খুব উৎসাহিত থাকে যে প্রথমবার অলিম🅠্পিক💛্সে খেলতে নামছি, তবে আমি তাঁদের বলব এটাকে স্রেফ প্রতিযোগিতা হিসেবে দেখ, নিজের ফোকাস ঠিক রাখ, আর নিজের দক্ষতার ওপর ভরসা রাখতে হবে। সবাই হার্ড ওয়ার্ক করছে। আমি আশা করব প্রত্যেকে ১০০ শতাংশ দেবে। এটা যেন তাঁরা না ভেবে, যে এই প্রতিযোগিতা অন্যগুলোর থেকে আলাদা তাই অনেক কঠিন হবে ম্যাচ জেতা। তাই আমি সবাইকে বলব, এটা অন্য প্রতিযোগিতার মতোই দেখ, আর নিজের ১০০ শতাংশ উজার করে দাও খেলার সময় ’ ।
আরও পড়ুন-মুম্বইয়ে বিজয়মিছিল🃏𒉰 দেখে তারিফ আফগান নাইট তারকার, বললেন মেসিদের টেক্কা রোহিতদের
এরপর প্রধান🎃মন্ত্রী নরেন্দ্র মোদীর মোটিভেশনের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পিভি সিন্ধু লেখেন, ‘অনেক ধন্যবাদ, খুব ভালো কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে। আমাদের পাশে সবসময় থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার ’ ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।