সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের দাবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে ভারতীয় ক্রীড়া জগতে। বৃহস্পতিবার সংস্থার তরফে দাবি করা হয় টেনিস তারকা সুমিত নাগাল দেশের হয়ে ডেভিস কাপে প্রতিনিধিত্ব করার জন্য বাৎসরিক ৫০ হাজার ডলার দাবি করেছেন, ভারতীয় মুদ্রায় যা হয় প্রায় ৪২ লক্ষ টাকা। যদিও নাগালের দাবি দেশের হয়ে খেলার জন্য সব সংস্থাই খেলোয়াড়দের টাকা দিয়ে থাকে। উল্লেখ্য, ডেভিস কাপে সুইডেনের বিরুদ্ধে দেশের হয়ে প্রতিনিধত্ব করার জন্য বলা হয়েছিল নাগালকে। যদিও তিনি এই প্রত🅘িযোগিতায় অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। ডেভিস কাপে ৪-০ ব্যবধানে পরাজিত হয় ভারত। এর আগে গতমাসে ইউএস ওপেনের পুরুষদের ডাবলস থেকেও চোটের জন্য নাম প্রত্যাহার করেছিলেন নাগাল। এরপরই টেনিস অ্যাসোসিয়েশনের তরফে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করা হয়। তবে শুধু নাগাল নন ডেভিস কাপে ভারতের হয়ে খেলতে রাজি হননি ইউকি ভাম্বরি এবং শশীকুমার মুকুন্দও।
সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের সচিব ধুপার বলেন, ‘দেশের হয়ে খেলার জন্য কেন একজন খেলোয়াড় টাকা চাইবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। একজন খেলোয়াড় বাৎসরিক ৪২ লক্ষ টাকা চাইছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য! বলছেন যদি না দেওয়া হয় তবে খেলবেন না’। তিনি আরও বলেন, 'দেশের মানুষ ঠিক করুক তিনি ঠিক করেছেন না ভুল। এই সিদ্ধান্ত গ্রহণ করুক সরকার এবং দেশের মানুষ। এমন নয় যে তাঁদের ডেভিস কাপ খেলার জন্য টাকা দেওয়া হয় না, দেশের হয়ে প্রত🍎িনিধিত্ব করার জন্য টাকা পান’। ধুপার জানান, ডেভিস কাপে অংশ নেওয়ার জন্য ভারত যে টাকা পেয়েছে তা খেলোয়াড়দের মধ্যেই ভাগ করে দেওয়া হয়েছে।
যদিও সংস্থার দাবি অস্বীকার করেননি নাগাল। তিনি নিজের জন্য সাফাই দিয়েছেন। নাগাল বলেন, ‘আমি পরিষ্কার ভাবে জানাতে চাই, যে কোনও খেলায় দেশের হয়ে খেলতে গেলে খেলোয়াড়দের টাকা দেওয়া হয়। আমি শুধু একার জন্য টাকা চাইছি না। সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন এবং ডেভিস কাপ অধিনায়কের সঙ্গে আমার আলোচনা ব্যক্তিগত বিষয় তাই চাই না এই নিয়ে কোনও ভুল বার্তা ছড়িয়ে পড়ুক’। তিনি আরও বলেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় গর্বের। ডেভিস কাপ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত আমার পক্ষে কঠিন ছিল। চিকিৎসকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। যদি এই টুর্নামেন্টে অংশ নিতাম তাহলে আমার চোট আরও বৃদ্ধি পেতে পারত এবং দলের জন্যও খারাপ হত। আমার মতে দেশের জন্য সবসময় নিজের ১০০ শতাংশ দেওয়া উচিত নইলে নয়। আমি অনেক আগেই ডেভিস কাপ খেলব না বলে জানিয়েছিলাম’। যদিও এআইটিএর দাবি অনুযায়ী সম্ভবত ইচ্ছাকৃত ডেভিস কাপ খেলেননি নাগাল। প্রশ্ন তোলা হয় চিনের হ্যাংঝোউয়ে তাܫঁর একটি এটিপি প্রতিযোগিতায় খেলা নিয়ে। এরপরই এটিপি ২৫০ ইভেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করেন নাগাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।