শুভব্রত মুখার্জি: অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। এতদিন একেবারে তীরে এসে তরী ডুবছিল দক্ষিণ আফ্রিকার। এবার সেই শৃঙ্খল তারা যেন ভেঙে দিল। পুরুষ ক্রিকেট হোক কিংবা মহিলা ক্রিকেট ওয়ানডে হোক কিংবা টি-২০ যে কোন ফর্ম্যাট মিলিয়েই প্রথমবার বিশ্বকাপ ফাইনালে যাওয়ার নজির গ𓄧ড়লেন মারিজান কাপরা। নিজেদের দেশের মাটিতেই তারা গড়ে ফেলল এই নজির। কেপটাউনে চলতি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে তারা হারিয়ে দিল ইংল্যান্ডকে।
আরও পড়ুন… এই জয় দক্ষিণ আফ্রিকাতে মহিলাদের খেলার মোড় ঘুর🐟িয়ে দেবে, আশাবাদী ꦉক্যাপ্টেন সুনে লুস
এদিন ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। এদিন তাদের হয়ে দুই ওপেনার দুরন্ত পারফরম্যান্স করেন। ওপেনিং জুটিতে ওঠে ৯৬ রান। দুই ওপেনার অর্ধশতরান করেন। লরা উলভার্ট ৪৪ বলে করেন ৫৩ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার 🎃এবং ১ টি ছয়ে। অপর ওপেনার তাজমিন ব্রিটস ৫৫ বলে করেছেন ৬৮ রান।✨ তিন নম্বরে নেমে একটি ঝোড়ো ইনিংস খেলেন মারিজান কাপ। ১৩ বলে ২৭ রান করে অপরাজিত থেকে যান কাপ। হাঁকিয়েছেন চারটি চার। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৬৪ রান। সোফি একেলস্টোন নেন তিনটি উইকেট।
আরও পড়ুন… বল সুইং করাতে পারি সঙ্গে ব্যাটও করি: নি🎐জেকে হার্দিকের সঙ্গে তুলনা করলেন চাহার
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড আটকে যায় ১৫৮ রানেই। আট উইকেট হারিয়ে তারা লক্ষ্যের একেবারে কাছে এসে আটকে যান। দুই ওপেনার ড্যানি ওয়াট এবং সোফি ডাঙ্কলি শুরুটা ভালো করেছিলেন। ওপেনিং জুটিতে ৫৩ রান তোলেন তারা। ড্যানি ওয়াট করেন ৩০ বলে ৩৪ রান। সোফি ডাঙ্কলি ১৬ বলে ২৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে আউট হন। পরবর্তীতে ন্যাট স্কিভার ব্রান্ট এবং অধিনায়ক হিথার নাইট চেষ্টা করলেও দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। ৩৪ বলে ব্রান্ট ৪০ করে আউট হন। হিথার নাইট ২৫ꦦ বলে ৩১ রান করেন। ফলে ৬ রান꧑ের ব্যবধানে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবঙ্গা খাকা চারটি উইকেট নিয়েছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থে🦹কেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।