শুভব্রত মুখার্জি: দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা থাকবে ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি দিনটি। কখনও কোন ফর্ম্যাটে তাদের ছেলেদের কিংবা মেয়েদের দল যা করতে পারেনি তাই করে দেখিয়েছে সুনে লুসের নেতৃত্বাধীন প্রোটিয়া দল। প্🎃রথমবার কোন দক্ষিণ আফ্রিকা দল (পুরুষ/মহিলা) ব𝄹িশ্বকাপের (ওয়ানডে/টি-২০) ফাইনালে পৌঁছাল তারা। আর ইতিহাস গড়ে ফাইনালে পৌঁছে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকা মহিলা দলের ক্যাপ্টেন সুনে লুস। তিনি এতটাই উত্তেজিত ছিলেন যে, তিনি কি বলবেন ভেবেই পাচ্ছিলেন না। ম্যাচ শেষে তিনি জানান কখনও আমাদের, কখনও ওদের পাল্লা ভারী হয়েছে। পাশাপাশি তাঁর সহজ সরল স্বীকারোক্তি জানি না ঠিক কি বলা উচিত!
আরও পড়ুন… বল সুইং🥃 করাতে পারি সঙ্গে ব্যাটও করি: নিজেকে হার্দিকের সঙ্গে তুলনা করলেন চাহার
সেমিফাইনাল জিতে সুনে লুস জানিয়েছেন, ‘ইংল্যান্ড বেশ𝔍 ভালো খেলেছে। দুর্দান্ত একটা ম্যাচের সাক্ষী থেকেছি আমরা সবাই। ম্যাচে কখনও আমাদের, কখনও ওদের পাল্লা ভারী হয়েছে। ঠিক যেন ঢেউয়ের মতন ছিল ম্যাচের পরিস্থিতিꦅ। তবে আমি মনে করি এই মুহূর্তে আমাদের বোলিং অ্যাটাক বিশ্বসেরা। আমি মনে করি আজকে আমরা আবার বল করেছি দুনিয়ার সেরা ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে। আমি সত্যি বলছি আমি জানি না ঠিক কী বলা উচিত। আমরা ওপেনারদের ক্রমাগত সাহসী হতে বলেছি। নিজেদের ক্ষমতাকে ব্যাক করতে বলেছি। ওঁরা আমাদেরকে গর্বিত করেছে।’
আরও পড়ুন… টেস্টের ৯ ইনিংসে ৮০৭ রান! বিনোদ কাম্বলির ৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন হ্যারি✃ ব্রুক
তিনি আরও যোগ করে বলেন, ‘ওপেনারদের দুরন্ত ব্যাটিং আমাদের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল। ফলে মারিজান এবং অন্যান্যরা এসে চালিয়ে খেলতে পেরেছে। খাকা একজন দুরন্ত বোলার। আমি মনে করি আজকের ম্যাচে ও নিজের জাতটা ফের চিনিয়ে দিয়েছে। এটা বিরাট একটা বড় ব্যাপার। প্রতিটা ম্যাচেই যেন আমরা নজির গড়ছি। দেশকে আমরা উদ্বুদ্ধ করতে পারছি আমাদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে। শুধুমাত্র মহিলা ক্রিকেট নয় গোটা দক্ষিণ আফ্রিকার ক্রীড়া জগতকেই আ🌳মরা উজ্জীবিত করছি। দর্শকদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ভাবে সাপোর্ট করার জন্য। পরিবার, আত্মীয় স্বজনদের সামনে খেলতে পারাটা দারুন গর্বের বিষয়। ধন্যবাদ। ফের রবিবার দেখা হবে। আজকের এই জয়টা উলভার্টের জন্য। ও কঠোর পরিশ্রম করছিল। আর♐ এটাই হল ওর পুরস্কার।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকে🍒ও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।