অবশেষে স্বস্তির নিঃশ্বাস। করোনামুক্ত হলেন সুনীল ছেত্রী। রবিবার নিজে টুইট করে এই খবর জানিয়েছেন। সুনীল টুইটে লিখেছেন, ‘টেস্টে পাস করে গিয়েছি। তবে মাঠে ফিরতে পারার আনন্দের চেয়ে বেশি কি🎶ছু হয় না (খুব মিস করেছি এত দিন)। দ্রুত আরোগ্য কামনা করে যাঁরা 🉐মেসেজ করেছিলেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। বড় বিষয় হল সকলের সুস্থ থাকা এবং মাস্ক পরে থাকা।’
করোনার জন্য ভারতীয় দলের সঙ্গে দুবাই যেতে পারেননি সুনীল। তার জন্য আফসোস রয়েছে। সুনীল না থাকলেও ইগর স্টিমাচের তরুণ ব্রিগেড এ বার সংযুক্ত আরব আমিরশাহীকে আটকানোর জন্য প্রস্ꦿতুত। সোমবার আরব আমিরশাহীর মুখোমুখি হবে তারা। আগের ম্যাচে শক্তিশালী ওমানকে আটকে দিয়ে সকলকে কিছুটা চমকেই দিয়েছিলেন মনবীর সিংরা। তাঁদের নির্ভীক ফুটবল সকলের মন জয় করেছিল। সেই ম্যাচে মোট দশ জন ফুটবলারের অভিষেক হয়েছিল। সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেও পরীক্ষা-নিরীক্ষা চালাতে চান ইগর। তবে খাতায় কলমে ওমানের চেয়েও বেশি শক্তিশালী সংযুক্ত আরব আমিরশাহী।
এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচের আগে প্রদর্শনী ম্যাচগুলিতেই ফুটবলারদের দেখে নিতে চাইছেন ভারতের কোচ। ওমানের বিরুদ্ধে প্রথমার্ধে স্টিমাচের স্ট্র্যাটেজি ধাক্কা খেলেও, দ্বিতীয়ার্ধে অবশ্য তাঁর প্ল্যান-'বি' কার্যকর হয়েছে। যেটুকু জানা গিয়েছে তাতে এটা পরিষ্কার, সংয🤡ুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেও পরীক্ষা নিরীক্ষার পথেই হাঁটবেন স্টিমাচ। তিনি বলেছেন, ‘আরব আমিরশাহী কিন্তু আরও বেশি শক্তিশালী। ওমানের চেয়েওবেশি। তাই ম্যাচটা আরও কঠিন হতে চলেছে। ওরা অনেক ফাস্ট ফুটবল খেলে। যা আমাদের চাপে ফেলে দিতে পারে। সে কারণেই অবশ্য এদের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেয়েছি। আমি আশা করি না, কাল আমরাই ভাল খেলব। তবে ওদের বিরুদ্ধে কী ভাবে লড়াই করতে হবে, তার পথ আমাদেরই খুঁজতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।