কিছুদিন আগেই ইংল্যান্ডের ঘরোয꧟়া ক্রিকেটে বলে স্যানিটাইজার ব্যবহার করে ৯ ম্যাচে নির্বাসিত হন পেসার ক্লেডন বোলার । সেই ঘটনার রেশ কাটতে না কাꦗটতেই তার দায় এসে বর্তালো এবার তাঁর দল সাসেক্সের উপর।
প্রসঙ্গত গত অগস্টে বব উইলিস ট্🌜রফির ম্যাচে মিডলসেক্সের বিপক্ষে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার শাস্তির মুখে পড়েন সাসেক্সের ৩৭ বছর বয়সী পেসার মিচেল ক্লেডন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাসেক্সের ২৪ পয়েন্টও কেটে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ক্লেডন তো নিষিদ্ধ হলেনই সঙ্গে ডোবালেন তার দলকেও। টুর্নামেꦦন্টের ২০২০ আসর শেষ হওয়ার পর আগামী মরশুমের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি।
প্রসঙ্গত গত সেপ্টেম্বরে শেষ হওয়া ইংল🐽্𒐪যান্ডের প্রথম শ্রেণির টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে সাউথ গ্রুপে সাসেক্সের অবস্থান এখন সবার শেষে। তাদের পয়েন্ট ১২। ইসিবির তদন্ত শুরুর সময় সাসেক্স ৩৭ বছর বয়সী পেসারকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করে। ইসিবির নীতির ৩.৩ ও ৩.৭ ধারা ভঙ্গ করায় সাসেক্স ও ক্ল্যাডনকে এই শাস্তি দেওয়া হল। শাস্তি মেনে নিয়েছে সাসেক্সে ও ক্লেডন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।