ইনস্টাগ্রামে কয়েকটা ছবি পোস্ট, সঙ্গে ছোট্ট বার্তা রজার ফেডেরারের। তাতেই উত্ফুল্ল আন্তর্জাতিক টেনিসমহল। চোট সারিয়ে কোর্টে ফেরার সংকেত দিলেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী, টেনিসপ্রেমীদে♛র কাছে এর থেকে খুশির খবর আর কীই বা হতে পারে।
৪০ বছরের রজার শেষবার কোর্টে নামেন গতবছর উইম্বলডনে। চোট নিয়ে লড়াইয়ে নেমে তিনি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এগিয়েছিলেন। তার পরেই ডান হাঁটুতে অস্ত্রোপচা🎃র করাতে হয় তাঁকে। রিহ্যাব জারি রয়েছে। ফের টেনিস কোর্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ফেডেক্স নিজেই।
বলাবাহুল্য, ফেডেরারের ইনস্টাগ্রাম পোস্টটি আন্তর্জাতিক টেনিসমহলের নজর এড়ায়নি। কয়েক ঘণ্টার মধ্যেই রজারের পোস্টটিতে পাঁচ লক্ষ🦋ের বেশি লাইক পড়ে। তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে ফেরার অনুরোধ জানিয়ে কমেন্টও করা হয় বিস্তর।
বেশ কয়েক বছর ধরেই ফেডেরার নিয়মিত কোর্টে নামেন না। টুর্নামেন্ট খেলেন বেছে বেছে। এর আগে ২০২০ সালে হাঁটুতে জোড়া অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁকে। রাফায়েল নাদালও সব টুর্নামেন্টে কোর্টে নামছেন না। স্বাভাবিকভাবেই কোথাও একটা জৌলুস হারাচ্ছিল টেনিসবিশ্ব। নতুনদের মধ্যে অনেকেই সম্ভাবনা দেখালেও ফেডেরার-নাদাল-জকোভিচের বাইরে স্পটলাইট কেড়ে নেওয়ার মতো ধারাবাহিকতা দেখা পারেননি কেউই। সেকারণেই ফেডেরারের♛ অভাব অনুভূত হচ্ছিল টেনিসমহলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।