শুভমন গিল ব্যাট হাতে ব্যর্থ 🃏হলেও চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে বিশেষ অসুবিধা 🍨হল না পঞ্জাবের। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরে দলকে শেষ আটের টিকিট এনে দেন অভিষেক শর্মা। তাঁকে যোগ্য সঙ্গত করেন প্রভসিমরন সিং।
ইডেনের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। শুভমন গিল ৪ রান করে আউট হন। অভিষেক শর্মা ৫৫ রানের অনဣবদ্য ইনিংস খেলে নট-আউট থাকেন। ৪৮ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ১টি ছক্෴কা মারেন।
প্রভসিমরন ৩৬ বলে ৬৪ রানের আগ্রাসী ইনিংস খেলে রান-আউট হন। তিনি ৫টি চার ও ৫টি ছক্কা ম꧑ারেন। এছাড়া সনভির সিং ১৭, রমনদীপ সিং ২, মনদীপ সিং ৮, আনমোলপ্রীত সিং ২০ ও হরপ্রীত ব্রার ১ রান করেন।
অংশুল কাম্বোজ ২৫ রানে ৩টি 🥂উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন মোহিত শর্মা ও সুমিত কুমার। উইকেট পাননি 💟অমিত মিশ্র, জয়ন্ত যাদব ও রাহুল তেওয়াটিয়া।
জবাব🥃ে ব্যাট করত🔯ে নেমে হরিয়ানা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৭ রানে আটকে যায়। ৪৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় পঞ্জাব।
আরও পড়ুন:- BAN vs ZIM: শেষ বলে🍬 চূড়ান্ত ন👍াটক, জিম্বাবোয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের
নিশান্ত সিন্ধু দলের হয়ে𝄹 সব থেকে বেশি ৪২ রান করেন। ২৫ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। এছাড়া চৈতন্য বিষ্ণোই ১৭, যুবরাজ সিং ১৩, হিমাংশু রানা ১৭, দীনেশ বনা ১৭ ও রাহুল তেওয়াটিয়া ২ রান করে আউট হন।
বলতেজ সিং ২০ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন সিদ্ধার্থ কউল ও মায়াঙ্ক মার্কান্ডে। ৪ ওভারে ১৯ রান খর▨চ করে ১টি উইকেট নেন অভিষেক শর্মা। কোয়ার্টার ফাইনালে পঞ্জাব মাঠে নামবে কর্ণাটকের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।