শেষমেশ আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হয়। বৃষ্টিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর জন্য ভেস্তে যায় সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার প্রথম ম্যাচ। মঙ্গলবার লখনউয়ে ঝাড়খণ্ডের বিরুদ্ধে মুস্তাক আলি অভিযান শুরুর কথা ছিল অভিমন্যু ঈশ্বরনদের। তবে মন্দ আবহাওয়ায় মাঠে নামা সম্ভব হয়নি ক্রিকেটারদের। ফলে দু'দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। আগামী শুক্রবার ওড়িশার বিরুদ্ধে মুস্তাক আলির দ্বিতীয় গ্রুপ ম্যাচে মাঠে নামবে বাংলা।
অন্যদিকে বাংলা ছেড়ে ত্রিপুরায় পাড়ি দেওয়া দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও 🍰সুদীপ চট্টোপাধ্যায়ের মুস্তাক আলি অভিযানের শুরুটা ম𒈔োটেও মনে রাখার মতো হল না। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন দুই তারকাই।
মঙ্গলবার জয়পুরে এলিট-বি'গ্রুপের ম্যাচে গোয়ার বিরুদ্ধে মাঠে নামে ত্রিপুরা। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ত্রিপুরা। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেটের বিনময়ে ১১৪ রান তোলে। ক্যাপ্টেন ঋদ্ধিমান সাহা ওপেন করতে নেমে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন। ৮ বলের ইনিংসে ১টি চার মারেন তিনি। সুদীপ চট্টোপাধ্যায় চার নম্বরে ব😼্যাট করতে নেমে ১০ বলে ৬ রান করে মাঠ ছাড়েন। তিনি কোনও বাউন্ডারি মারতে পারেননি।
দলের হয়ে সব থেকে বেশি ২৪ রান করেন শুভম ঘোষ। এছাড়া বিক্র🍨ম কুমার দাস ১৭, শ্রীদাম পাল ১৭, রজত দে ১৭ ও রা🌊না দত্ত ১১ রান করেন। গোয়ার অমিত যাদব ৩টি, লক্ষয় গর্গ ২ ও সিদ্ধেশ ল্যাড ১টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে গোয়া 🔯১৮.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১ বল বাকি থাকতে ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ জেতে তারা। তুনিষ সাওকর ৩৬, একনাথ কেরকর ৩৪ ও দীপরাজ গাওঁকর ২৮ রান করেন। ত্রিপুরার মনিশঙ্কর মুরাসিং, অজয় সরকার, দীপক খღাত্রি ও শঙ্কর পাল ১টি করে উইকেট নেন। উইকেট পাননি রানা ও পারভেজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।