ইউএস ওপেন থেকে বিদায় নিল রোহন বোপান্না, আলদিলা সুতজিয়াদি জুটি। ভারত-ইন্দোনেশিয়ান এ൲ই জুটি ছিটকে গেল ইউএস ওপেনের সেমি ফাইনাল থেকে। আর দুধাপ এগোতে পারলেই🔥 রোহন বোপান্না চলতি বছর শেষ করতে পারতেন গ্র্যান্ডস্লাম জয় দিয়ে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের বিরুদ্ধে তেমন প্রতিরোধ গড়ে তুলতেই পারল না বোপান্না, সুতজিয়াদি জুটি। স্ট্রেট সেটে তাঁদেরকে হারিয়ে ফাইনালে পৌঁছালেন টেলর টাউনসেন্ড, ডোনাল্ড ইয়ং জুটি।
বোঝাই যাচ্ছিল, ৪৩ বছর বয়সে ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে হওয়ায় বোপান্নারও ফিটনেসে কিছুটা ঘাটতি হয়েছিল, সেই কারণে সাবলীল ছন্দে দেখা যায়নি তাঁকে। আর তাতেই তাঁরা হেরে ছিটকে গেলেন ইউএস ওপেন থেকে। আসলে পুরুষদের ডবলস এবং মিক্সড ডবলসে খেলায়, কম দিনের ব্যবধানে ম্যাচ ছিল বোপান্নার। ফলে রিকভারির 🃏তেমন সুযোগ ছিল না তাঁর কাছে।
আর𒅌ও পড়ুন-বুড়ো হাড়েဣ ভেল্কি! US Open-এ বাজিমাত বোপান্নার! উঠলেন মিক্সড ডবলসের সেমিতে…
একদিন আগেই কোয়ার্টার ফাইনাল💙ে অস্ট্রেলিয়ার মাইকেল এবদেন, বারবোরা ক্রেজসিকোভা জুটির বিরুদ্ধে ম্যাচ জিতে ইউএস ওপেনের শেষ চারে এসেছিল রোহন বোপা☂ন্না-আলদিলা সুতজিয়াদি জুটি। কিন্তু সেমিতে শেষ রক্ষা হল না। মার্কিন যুক্তরাষ্ট্রের টাউনসেন্ড-ইয়ং জুটি ম্যাচ জিতল ৬-৩, ৬-৪ ফলে। দুই সেটের লড়াই শেষে বোপান্নারা ছিটকে গেলেন প্রতিযোগিতা থেকে। আগেই পুরুষদের ডবলস থেকেও বিদায় হয়েছিল বোপান্নার।
আরও পড়ুন-গুলি-বারুদের ধোঁয়ার মাঝেই দুহ𒅌াত ছাড়া বেড়ে ওঠা! প্যারিসে রূপকথা লিখ🍬লেন শীতল দেবী…
বহুবছর পর ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে মুখোমুখি হবে দুই মার্কিন টেনিস তারকা। ১৫ বছর পর ইউএস ওপেনের ফাইনালে উঠবে কোনও মার্কিন টেনিস খেলোয়াড়। ২০০৯ সালে শেষবার অ্যান্ডি রডিক উঠেছিলেন ফাইনা🔯লে। অ্যালেক্সান্ডার জেরে🍃ভকে হারিয়ে সেমিতে উঠলেন টেলর ফ্রিটজ, গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে জিতে শেষ চারে পৌঁছালেন ফ্রান্সিস টিয়াফো।
চার সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে জার্মানির অ্যালেক্সান্ডার জেরেভকে হারিয়ে দিলন মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ। মার্কিন তারকার পক্ষে খেলার ফল ৭-৬, ৩-৬, ৬-৪, ৭-৬। প্রথম সেটে হারের পর জেরেভ দ্বিতীয় সেটে ফিরে এসেছিলেন, কিন্তু অসাধারণ ফিটনেস এবং স্নায়ুচাপ ধরে রাখার প্রমাণ দিয়ে পরের দুই সেট জিতে𝓀 ম্যাচ জিতে নেন রিটজ।
অন্যদিকে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন আরেক মার্কিন ফ্রান্সিস টিয়াফো। তিনি হারালেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে। পায়ের চোটে কাবু হয়ে বেশ কয়েকবার বিরতি নেন গ্রিগর দিমিত্রভ। ঠিকভাবে সার্ভ করলেও দৌড়াতে পারছিলেন না কোর্টে, বোঝাই য💫াচ্ছিল সমস্যা হচ্ছে তাঁর।শেষ পর্যন্ত তিনি ম্যাচ শেষ করতে পারলেন না, ওয়াক ওভার দিলেন প্রতিপক্ষকে। বিজয়ী ঘোষণা করা হয় ফ্রান্সিস টিয়াফোকে।
এদিকে ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে চিনের কিউনেন ঝেংকে স্ট্রেট সেটে হারালেন এরিনা সাবালেঙ্কা। শেষ আ♛টের ম্যাচ তিন🅘ি জিতলেন ৬-১, ৬-২ ফলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।