আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১৩ জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু হতে চলেছে মেজর 💝লিগ ক্রিকেট টুর্নামেন্ট। প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের আসর। আর এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ🔯ে মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এবং টেক্সাস সুপার কিংস। ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে সুপার কিংসের ক্রিকেটাররা দলে যোগ দিতে শুরু করেছেন।
মেজর লিগ টুর্নামেন্টে টেক্সাস সুপার কিংসের নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার ফাফ ডু'প্লেসি। তাঁর নেতৃত্ব🦹ে টেক্সাস দলে মিলিত হবেন ডেভিড মিলার, ড্যানিয়েল স্যামস ছাড়াও আম্বাতি রায়াডু, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার এবং ডোয়েন ব্রাভোরা। এরা সকলেই চেন্নাইয়ের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার। এই টুর্নামেন্টের জন্যই তারা অনেকদিন পর একত্রিত হচ্ছেন। অনেকেই এই টেক্সাস দলক𝕴ে দেখে বলতেও শুরু করে দিয়েছেন, চেন্নাই সুপার কিংস ক্রিকেটারদের রিইউনিয়ন।
টেক্সাস সুপার কিংসের অফি♌সিয়াল টুইটার পেজে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ক্রিকেটার ও কর্মকর্তারা নিজেদেরকে তৈরি করছেন। এছাড়াও টুর্নামেন্টের জন্য ক𒁃িট সংগ্রহ করছেন। এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'টেক্সাস দলে একটি নতুন বন্ধুত্বের শুরু হতে চলেছে।'
আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টটি প্রথম ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ম্যাচ। আমেরিকার উত্তর টেক্সাস এবং নর্থ ক্যারোলিনায় নির্দিষ্ট ভেন্যুতে ম⛎্যাচগুলি অনুষ্ঠিত হবে। ১৮ দিনে মোট ১৯টি ম্যাচ খেলা হবে। উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে টেক্সাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে। আগামী ৩০ জুলাই এই টুর্নামেন্টের ফাইনাল।
মেজর লিগ টুর্নামেন্টটি ৬টি দলের মধ্যে খেলা হবে। এই ছয়টি দলের মধ্যে চারটি দলের ফ্র্যাঞ্চাইজি রয়েছে যারা ইন্ডিয়ান প্রিমিয়র লিগের দলের মালিকানাধীন বা সহ মালিকানাধীন। যে ছয়টি দল খেলবে সেই দলগুলি হল টেক্সাস সুপার কিংস, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, এমআই নিউইয়র্ক, এসএস ইউনিকর্নস, ওয়াশিংটন ফ্রিডম, সিয়াটেল ওক্রাস। মেজর ক্রিকেট লিগ শুরু 📖হওয়ার পরে ক্রিকেটে অনেক উন্নতি হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের কোনও ফ্র্যাঞ্চাইজি লিগ বসতে চলেছে। স্বাভাবিক ভাবেই একটা উত্তাপ দেখা যাচ্ছে এই টুর্নামেন্টকে ঘিরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।