১৯৮৩ ও ২০১১ সালে ভারত দুটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। চ𒁏লতি বছরে আবারা ঘরের মাঠে ODI বিশ্বকাপ জয়ের জন্য মাঠে নামবে রোহিত শর্মার টিম ইন্ডি⛦য়া। এই বছরের শেষের দিকে রোহিত শর্মার দল ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ জেতার লড়াই-এ নামবে। এখন দেখার ভারতের ট্রফি ক্যাবিনেটে তৃতীয় ট্রফিটি আসে কিনা। দলের শেষ বিশ্বকাপ জয়টি এমএস ধোনির নেতৃত্বে হয়েছিল এবং দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন ওপেনার গৌতম গম্ভীর। যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে বীরত্বপূর্ণ ৯৭ রান করেছিলেন। প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ২০০৪-২০১৬ এর মধ্যে ১২ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
আরও পড়ুন… যৌন হয়রানির চেষ্টা! 🐠তদন্ত শুরু দা🐎নি আলভেসের বিরুদ্ধে, নিশ্চিত করল কোর্ট
স্টার স্পোর্টসে একটি মিড-ম্যাচ শো চলাকালীন বিশ্বকাপ নিয়ে আলোচনা করার সময় ৯০-এর দশকের ভারতীয় দলের কথা বলেছিলেন গৌতম গম্ভীর। ১৯৯২ বিশ্বকাপের কথা বলেছিলেন গৌতি। যেখানে ভারত রাউন্ড-রবিন পর্যায়ে নয়টি দলের মধ্যে সপ্তম স্থানে ছিল। ভারত আটটির মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছিল এবং গ🤪ম্ভীর অস্ট্রেলিয়ার কাছে দলের সংকীর্ণ পরাজয়ের কথা স্মরণ করেছেন তিনি। গম্ভীর বল♎েছিলেন সেটা মনে করেছেন। গৌতি বলেছেন এখনও সেই কথা মনে করলে তাঁর কান্না আসে। ভারত সেই ম্যাচটি এক রানে হেরেছিল। তাদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় পরাজয়ের মুখোমুখি হয়েছিল এবং একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল।
আরও পড়ুন… আ𓆏ফগౠানদের বিরুদ্ধে খেলবে না অস্ট্রেলিয়া, প্রতিবাদে BBL থেকে নাম তুললেন নবিন-উল-হক
গম্ভীর সেই ম্যাচের কথা স্মরণ করে বলেছেন, ‘আমার মনে আছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ দেখেছিলাম যখন ভারত অস্ট্রেলিয়ার কাছে ১ রানে হেরেছিল। আমার মনে আছে, আমি ক্রিকেটের জন্য একমাত্র সেই সময় কেঁদেছিলাম ꦉএবং আমি সম্ভবত কেঁদেছিলাম কারণ ভারত সেই খেলাটি মাত্র এক রানে হেরেছিল। এর পরে আমি কখনও কাঁদিনি, এমনকি বিশ্বকাপ জেতার পরেও নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।