মিডল অর্💎ডার ব্যাটসম্যান থেকে বীরেন্দ্র সেহওয়াগকে ওপেনার বানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু সৌরভকে মিডল অর্ডার থেকে ওপেন করার কথা কে বলেছিলেন, নিজেই জানালেন বিসিসিআই সভাপতি। রিপাবলিক বাংলার সাক্ষাত্কারে সৌরভ জানান, টিম ইন্ডিয়ার হয়ে তাঁকে ওপেন করার পরামর্শ দেন সচিন তেন্ডুলকর।
লর্ডসের অভিষেক টেস্টে টেস্ট সেঞ্চুরি করা সৌরভ কেরিয়ারের প্রথম ১০টি ওয়ান ডে ম্যাচ খেলেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। পরে ১৯৯৬ সালে টাইটান কাপে ওপেনার হিসে🐲বে আত্মপ্রকাশ করেন।
টুর্নামেন্টের প্রথম দু'টি ম্যাচে মিডল অর্ডারে ব্যা⛎ট করতে নেমে সৌরভ যথাক্রমে ৩১ ও ৪ রান সংগ্রহ করেন। তার পর সচিনের কথাতেই ওপেন করতে নামেন সৌরভ। বাকিটা ইতিহাস। সচিন-সৌরভের ওপেনিং জুটি ওয়ান ডে ক্রিকেটের লোকগাথায় চিরস্থায়ী জায়গা করে নেয়।
সৌরভ বলেন, ‘ওয়ান ডে ম্যাচে ওপেন করার আগে আমি মিডল অর্ডারে ব্যাট করতেই অভ্যস্ত ছিলাম। সচিন আমার কাছে আসে এবং 𒈔বলে, তুমি টেস্ট তিন নম্ব🌄রে ব্যাট করো। আমাদের একজন যথাযথ ওপেনার নেই। তুমি চেষ্টা করতে পারো। আমি বলি, ঠিক আছে। আমি ওপেন করব। সেই থেকেই আমি ওপেনার হয়ে যাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।