গাব্বায় ইতিহাস তৈরি করলেন অস্ট্রেলিয়ার অ✨ধিনায়ক প্যাট কামিন্স✅। এদিন অধিনায়ক হিসাবে অভিষেক করেন প্যাট কামিন্স। ৪৭তম অজি টেস্ট অধিনায়ক হিসাবে মাঠে নেমে বল হাতে অন্যতম রেকর্ড স্পর্শ করলেন। অধিনায়ক হিসাবে অ্যাশেজ টেস্টে ৫ উইকেট শিকার করলেন তিনি। তারপরেই সোশ্যাল মিডিয়ায় কামিন্সকে শুভেচ্ছা জানায় ক্রিকেট মহল। সেই তালিকায় ছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও।
অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স বুধবার ইতিহাস রচনা করার পরে কামিন্সের জন্য শুভেচ্ছা বার্তায় অশ্বিন লেখেন, ‘একজন বোলিং অধিনায়ক নিজের অধিনায়কত্বের অভিষেকেই ৫ উইকেট নিয়েছেন! দারুণ করেছ। শুভেচ্ছা।’ কামিন্স মাত্র দ্বিতীয় ব্যাগি গ্রিন পরিহিত অধিনায়ক যিনি নিজের অধিনায়কত্বের অভিষেকেই পাঁচ উইকেট নিলেন। ১৮৯৪ সালে জর্জ গিফেন মেলবোর্নে শেশ অজি অধিনায়ক হিসেবে এই কৃতিত্বটি করেছিলেন। শুধু অস্ট্রেলিয়া ন♕য়, আন্তর্জাতিক ক্রিকেটেও যে এই নজির কতটা বিরল তা পরিসংখ্যানই প্রমাণ করে দেয়। ১৯৯৩ সালে ওয়াকার ইউনিস শেষবার করাচিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেন।
এদিন ফাস্ট বোলার অধিনায়ক কামিন্সের অধিনায়কত্বের দিকে তাকিয়ে ছিল গোটা ক্রিকেট বিশ্ব। অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নতুন অধিনায়ক, তাও আবার একজন বোলার, তাই সকলের▨ মধ্যে ছিল বাড়তি আগ্রহ। প্যাট কামিন্স কাউকেই হতাশ করেননি। নিজের পারফরমেন্স দিয়ে সকলের নজর কাড়লেন। ১৩.১ ওবার বল করে ৩৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ১৪৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।