প্রথম টেস্টে পর্যদুস্ত হওয়ার পর দ্বিতীয় অ্যাসেজ টেস্টেও অ্যাডিলেডে চাপের জায়গায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার থেকে তৃত🧸ীয় দিনের শেষে ইংল্যান্ড পিছিয়ে ছিল ২৮২ রানে। হাতে বাকি দুই দিন। এমন অবস্থায় ফের এক টেস্ট পরাজয়ের সামনে ইংলিশ। এই হতাশা যথেষ্ট না হলে গোদের ওপর বিষফোঁড়ার মতো আরও দুঃসংবাদ অপেক্ষা করছিল ইংল্যান্ডের জন্য।
চতুর্থ🙈 দিনের শুরুতে ইংল্যান্ড🐼 অধিনায়ক জো রুট মাঠে নামেননি। অনেকেই হঠাৎ ইংল্যান্ড অধিনায়কের আচমকা অনুপস্থিতিতে অবাকই হয়েছিলেন। তার আসল কারণ শেষমেশ জানা গেল। ম্যাটচের আগে প্রস্তুতিতের সময় ওয়ার্ম আপে থ্রো-ডাউনে আঘাত পান রুট। বল সজোরে তাঁর গায়ে লাগে। সেই চোটের জেরেই চতুর্থ দিনে অন্তত শুরুতে দিকে মাঠে নেই ইংল্যান্ড অধিনায়ক। তাঁর চোট কতটা গুরুতর, তা ইংল্যান্ডের মেডিক্যাল দল পরীক্ষা করছে। তবে রুটের মাঠে নামা নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে।
৪৫ রানে ১ উইকেট নিয়ে খেলা শুরু করা অস্ট্রেলিয়ার বর্তমান স্কোর ২৯ ওভার শেষে ৫৫ রান ৪ উইকেটের বিনিময়ে। ইংল্যান্ড ফাস্ট বোলাররা দিনের শুরুতেই অজিদের তিন উইকেট নিয়ে শুরু🅰টা বেশ ভালই করেছেন। তবে সমস্যা হল ৪ উইকেট গেলেও অজিরা ইতিমধ্যেই ২৯২ রানে এগিয়ে। রুটের চোট বাদ দিয়েও, সবদিক বিচার করে অ্যাডিলেডে অজিদের সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।