অ্যাডিলেড থেকে গাব্বায় পৌঁছেও পুরনো রোগ সার♏ল না ইংল্যান্ডের। গাব্বায় প্রচুর ফিল্ডিং ত্রুটির জন্য ভুগতে হয়েছিল জো রুটকে। অ্যাডিলেডেও ফের ক্যাচ মিসের জ্বালায় অস্ট্রেলিয়াকে কার্যত চালকের আসনে বসিয়ে দিল ইংল্যান্ড। প্রথম দিনের শেষে টসে জিতে ব্যাট নেওয়ার পর 🍸অস্ট্রেলিয়ার স্কোর দুই উইকেটের বিনিময়ে ২২১।
অ্যাডিলেড দ্বিতীয় টেস্টে জোস হ্য়াজেলউডকে চোটের কারণে আগেই হারিয়েছিল অস্ট্রেলিয়া। করোনাবিধির জেরে অধিনায়ক প𝔉্যাট কামিন্সও ছিটকে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে এই ম্যাচে স্টিভ স্মিথ নেতৃত্ব দিচ্ছেন। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর জোস ব্যাটলারের অনবদ্য ক্যাচে মাত্র দলগত চার রানের মাথা♒য় শুরুতেই ওপেনার মার্কাস হ্যারিস (৩) সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় উইকেটে ১৭২ রানের পার্টনারশিপের সুবাদে হাল ধরেন ডেভিড ওয়ার্নার এবং মার্নাস ল্যাবুশেন।
ওয়ার্নার দুরন্ত খেলেও সিরিজে দ্বিতীয়বার অཧল্পের জন্য শতরান হাতছাড়া (৯৫) করেন। তবে তাঁর আউট হয়ে যাওয়ার পরেই ক্রিজে খুঁটি গেড়ে রেখেছেন ল্যাবুশেন। দ্বিতীয় দিনের শেষে স্টিভ স্মিথকে (১৮) সঙ্গী করে, তিনি অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৯৫ রানে। যদিও দুই-দুইবার ভাগ্য ল্যাবুশেনের সহায়তা করে। ২০ রানের লেগ সাইডে তাঁর ক্য়াচ ফেলার পর দিনের শেষের দিকে ৯৫ রানে ফের তাঁর সহজ ক্যাচ হাতছাড়া করেন জোস বাটলার।
নিজের ১৫০তম টেস🌺্ট খেলা স্টুয়ার্ঠ ব্রড ও বেন স্টোকস ইংল্য়ান্ডের হয়ে একটি করে উইকেট পান। দ্বিতীয় দেনে আরও গরম পড়ার পূর্বাভাস রয়েছে যার ফলে ইংল্যান্ড বোলা🍌রদের সমস্যাই হবে। সব মিলিয়ে সিরিজের প্রথম গোলাপি বলের টেস্টে প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।