দিয়েগো মারাদোনার মৃত্যুর সঙ্গে জড়িত সাত অভিষুক্তকে দেশ না ছাড়ার নির্দেশ দিল আর্জেন্টিনার আদালত। মূলত অসুস্থতার সময়ে যে চিকিৎসক এবং নার্সরা মারাদানোর চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরাই রয়েছেন এই সন্দেহের তালি✱কায়।
গত বছর ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মারাদোনা। তার আগেই মাথায় অস্ত্রোপচার হয়েছিল ফুটবলের রাজপুত্রের। মাত্র ৮দিনের মধ্যে তাঁকে হাস⛄পাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। তার পর ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মারাদো🔯না।
আর মারাদোনার এই মৃত্যুর জন্য চিকিৎসক এবং নার্সদের দিকেই আঙুল উঠেছিল। গত সপ্তাহে স্নায়ু শল্যচিকিৎসক লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভꦇ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়।
পাশাপাশি মনোবিজ্ঞানী মাদ্রিদ আলমিরন, রিকার্😼ডো আলমিরন, চিকিৎসক ন্যান্সি ফ্লোরিনি এবং নার্স মিরিয়ানো পেরোনিরাও একই অভিযোগে অভিযুক্ত। এঁদের প্রত্যেককেই আপাতত দেশ ছাড়তে বারণ করা হয়েছে।
আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে ২৫ বছর পর্যন্তও কারাবাসের শাস্তি হতে পারে। মারাদোনার মৃত🃏্যুর পর তাঁর মেয়েরা চিকিৎসার গাফিলতির অভিযোগ এনেছিলেন। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। তার পরেই মেডিক্ꦐযাল বোর্ড তৈরি করে তদন্ত শুরু হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।