শুভব্রত মুখার্জি: দেশের হয়ে খেলা যে কোন ক্রিকেটারের কাছেই স্বপ্নের। জাতীয় দলের হয়ে ১০০টি টেস্ট খেলতে পারাটা অত্যন্ত গৌরবের তো বটেই, কেরিয়ারের অন্যতম মাইলফলকও বটে। আর এই অনবদ্য নজির গড়া কেরিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক চেতেশ্বর পূজারা স্পর্শ করতে চলেছেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ মি🌳ডল অর্ডার ব্যাটার চেতেশ্বর পূজারা। ১৩তম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে চলেছেন। দিল্লিতে কেরিয়ারের সেই ঐতিহাসিক টেস্ট খেলতে নামার আগে চেতেশ্বর পূজারা জানিয়ে দিলেন ভারতের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় তাঁর অন্যতম লক্ষ্য।
ম্যাচের আগের প্রেস কনফারেন্সে পূজারা জানিয়েছেন, ‘এখনও অনেক কিছু অর্জন করা বাকি রয়েছে। তবে এটা বলব আমি নিঃসন্দেহে আমার কেরিয়ার নিয়ে সন্তুষ্ট। মুখিয়ে রয়েছি আমা▨র শততম টেস্ট ম্যাচ খেলতে। তবে পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজ খেলছি। আশা করব প্রথম টেস্টের মতন এই টেস্টেও আমরা জিতব। এই টেস্ট জিতেই আমি পরবর্তী টেস্টে যেতে চাই। যা আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া নিশ্চিত করবে। আমার স্বপ্ন ভারতের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা। গতবারের ফাইনালে সেটা সম্ভব হয়নি। তবে আশা করব আমরা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করার পরে সেই লক্ষ্যের ( ট্রফি জ🦩য়ের ) দিকে এগিয়ে যাব।’
আরও পড়ুন… Rajasthan Royals-এ বড় ধাক্ক🙈া! চোটের জন্য IPL 2023 থেকে ছিটকে গেলেন ১০ কোটির বোলার
তিনি আরও বলেন, ‘আমি যখন আমার ক্রিকেট খেলা শুরু করি, যখন আমার অভিষেক হয় তারপর থেকে কোনও দিন ভাবিনি যে আমি শততম টেস্ট খেলব। আমার ক্ষেত্রে আমি বর্তমান নিয়ে বেশি ভাবি । আমি খুব বেশি ভবিষ্যত নিয়ে ভাবনা চিন্তা করি না। আমি কোনদিন ভাবিনি যে ১০০টা টেস্ট ম্যাচে খেলব! কারণ ওটা আমার লক্ষ্য কোন দিনও ছিল না। কেরিয়ারে চড়াই উতরাই আসবেই। তার মধ্যে দিয়েই লড়াই করে এগিয়ে যেতে হবে। আমি প্রতিটা টেস্ট, প্রতিটা সিরিজে ভালো পারফরম্যান্স করতে চেয়েছি। ১০০তম টেস্ট এমন একটা মাইলফলক যেটা সফরের সঙ্গে সঙ্গে আসে। এটা কোন দিন লক༺্ষ্য স্থির করে করা যায় না। ভালো ক্রিকেট খেললে এটা হবে। আমার এবং আমার পরিবারের কাছে এটা একটা দারুণ মুহূর্ত। আমার ক্রিকেট কেরিয়ারে আমার বাবার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমাকে ক্রিকেটের খুঁটিনাটি শিখিয়েছেন বাবা। কাল এখানে (দিল্লি) আমার স্ত্রীর সঙ্গে উনি উপস্থিত থাকবেন। আমার স্ত্রীও আমাকে খুব সাপোর্ট করেছে। যে কোন ক্রিকেটারের জীবনে পরিবারের সমর্থন গুরুত্বপূর্ণ। আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ।’
আরও পড়ুন… বয়স আর ফিটনেস❀ নিয়ে প্রশ্ন উঠতেই শাহরুখ খানের ‘পাঠান’-কে টানলেন শোয়েব মালিক
ভারতের হয়ে ইতিমধ্যেই ৯৯ টি টেস্ট খেলেছেন পূজারা। ১৩ বছর ধরে ভারতীয় দলের হয়ে খেলছেন পূজারা। তাঁর ঝুলিতে রয়েছে ৭০২১ রান। গড় ৪৪.১৫। করেছেন ১৯টি শতরান। রয়েছে ৩৫ টি অর্ধশতরান ও। তাঁ♚র সর্বোচ্চ স্কোর অপরাজিত ২০৬ রান। ৩৫ বছর বয়সি ভারতীয় এই ব্যাটার শুক্রবার প্রবেশ করতে চলেছেন এলিট ক্রিকেটারদের তালিকায়। যারা ভারতের হয়ে ১০০ টি টেস্ট খেলেছেন। এই তালিকায় রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে,কপিলদেব,সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকার,সৌরভ গঙ্গোপাধ্যায়,বিরাট কোহলি, ইশান্ত শর্মা,হরভজন সিং এবং বীরেন্দ্র সেহওয়াগ।
এꦍই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।