শুভব্রত মুখার্জি: টোকিও অলিম্পিক্সে ভারত আর্চারিতে আশানুরূপ ফল করতে পারেনি। পদকের আশা থাকলেও ভারꦡতের হয়ে দীপিকা কুমারিরা কোনও পদক আনার জায়গাতেই পৌঁছাতে পারেননি। তবে সেই ব্য🌃র্থতার রেশ কাটিয়ে দিয়েছেন ভারতীয় যুব তিরন্দাজরা। বিশ্ব যুব তিরন্দাজি প্রতিযোগিতায় ফের সোনা জিতল যুব ভারতীয় তিরন্দাজরা।
লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব যুব তিরন্দাজিতে ভারতীয় তিরন্দাজরা ফের ২টি সোনা জিততে সক্ষম হলেন। মোট ১৫টি পদক জিতল ভারতীয় দল। যার মধ্যে রয়েছে ৮টি সোনা। এদিনের সাফল্যের ফলে ভারতের ঝুলিতে এল আরও দুটি পদক। রবিবাসরীয় সকালে ভারতের ক্যাডেট অনূর্ধ্ব ১৮ রিকার্ভ তিরন্দাজরা ছেলেদের ও মিক্সড টিಌম ইভেন্টে ভারতকে সাফল্য এনে দিল। এই দুই বিভাগেই তারা সোনা জিততে সমর্থ হয়েছে। দুটি সোনা জেতার পাশাপাশি ভারতের আর্চাররা দুটি ব্রোঞ্জ পদকও জিততে সক্ষম হয়েছেন। যুব ভারতীয় তিরন্দাজ দলকে নিজের টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আর্চারির যুব 🅠বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেদের রিকার্ভ টিম ফাইনালে ফ্রান্সকে ৫-৩ পয়েন্টে হারিয়ে দেয় ভারতের ছেলেরা। ভারতের হয়ে এদিন সোনা জেতে বিশাল চিয়াঙ্গমাই, ভিকি রুহাল ও অমিত কুমারের দল। মিক্সড টিম ইভেন্টের ফাইনালে প্রতিপক্ষ জাপানকে হারায় ভারত। খেলার ফল ভারতের পক্ষে ৬-২। এদিন মিক্সড ইভেন্টে সোনা জেতে ভারতের বিশাল চিয়াঙ্গমাই ও তমন্না জুটি।মেয়েদের দলগত বিভাগে মঞ্জিরি অ্যালেন, অবনী এবং তামান্নার জুটি জার্মান প্রতিপক্ষকে ৫-৩ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক পায়। অপরদিকে ছেলেদের সিঙ্গেলসে ব্রোঞ্জ পান বিশাল চিয়াঙ্গমাই। মেয়েদের রিকার্ভে বিভাগে নেদারল্যান্ডের কুইন্টি রোয়েফেনকে হারিয়ে ব্রোঞ্জ পান মঞ্জিরি অ্যালেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।