UFC অর্থাৎ আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের লাইটওয়েটের নতুন রাজা পেয়ে গেল বিশ্ব। নতুন রাজার নাম চার্লেস ওলিভেইরা। ৩১ বছরের ব্রাজিলিয়ান এখন নিজেকে অবসরপ্রাপ্ত খাবিব নুরমাগোমেডভের অবিতর্কিত লাইট ওয়েট চ্যাম্পিয়নের আসন বসালেন। ২০১৮ সালের পরে আবার সেই জায়গায় বিরাজ করলেন অন্য কোনও প্রতিযোগি, তিন হলেন চ🍌ার্লেস ওলিভেইরা। তিনি হারালেন মাইকেল চান্দলেরকে।
হাউসটনে টয়োটা সে♏ন্টারের ১৬০০০ সমর্থকের সামনে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। চার্লেস ওলিভেইরা সকলকে এক প্রকারে চমকে দিয়েছিলেন। প্রথম রাউন্ডে পিছিয়ে থাকার পরে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন চার্লেস। তিন জাজের মধ্যে দু’জনেই চান্দলেরকে ১০-৮ স্কোর দেন। সেই সময় চান্দলের ম্যাচে নিজের আধিপত্য জমিয়ে নিয়েছিলেন।
এরপরে ঘুরে দাঁড়ান চার্লেস। দ্বিতীয় রাউন্ডের শেষ ১৯ সেকেন্ডে জাজেরদের নিজেরদিকে টেনে আনেন। এবং সেই সময় চান্দলেরের চোয়াল লক্ষ্য করে প্রহার জমিয়ে যান। লড়াইয়ে পরে চান্দলের জানান, ‘আমার মনে হয়. আপনারা জগতের সব💖 থেকে কঠিন লড়াইয়ে সাক্ষী থাকলেন। দারুন ভাবে ফিরে এল ও।চার্লেস ওলিভেইরা সত্যি ভাল লড়াই করেছে, আমার ওর বিরুদ্ধে কিছুই করার ছিলনা।’ তবে মঞ্চ ছাড়ার আগে চান্দলের জানান, ‘আমি ফিরব, আমি তোমায় কথা দিচ্ছি পরের বারো মাসের মধ্যে আমি UFC বেল্ট পড়ব।’
লড়াইয়ের পরে চার্লেস ওলিভেইরা জানꦛান, ‘আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি ওকে নক আউট করব এবং আমি এসে সেটা করেছি। আমি সকলের সামনে প্রমাণ করেছি আমি সিংহদ꧙ের মধ্যে থাকা আসল সিংস।’
প্রতিপক্ষ মাইকেল চান্দলেরের উদ্দেশ্যে চার্লেস জানান, ‘মাইকেল বলেছিল আমি 🔯এই চাপ নিতে পারবনা, তারপর ও আমায় হিট হিট হিট করেছিল, তারপরও আমি এখানে দাঁড়িয়ে আছি। মাইকেল তুমি বড় চ্যাম্পিয়ন, কিন্তু আজকের🙈 দিনটা আমার ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।