নিজের পাঁচ বছরের পুত্র সন্তা🐓নকে হত্যা করে পুলিশের কাছে আত্💮নসমর্পণ করলেন তুরস্কের প্রথম সারির লিগে খেলা ফুটবলার। ছেলেকে পছন্দ করতেন না বলেই ঠাণ্ডা মাথায় এমন কাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করে নিয়েছেন তিনি।
৩২ বছর বয়সি শেভহার তোকতাস বুরসা ইলদিরিমসপোর ক্লাবের হয়ে খেলেন। গত ২৩ এপ্রিল তিনি ছেলে কাসিমকে নিয়ে হাসপাতালে যান। ছেলের গায়ে জ্বর ছিল এ𒉰বং শ্বাসকষ্ট হচ্ছিল। করোনার উপসর্গ থাকায় ডাক্তাররা শেভহার ও তাঁর ছেলেকে একসঙ্গে আইসোল🎀েশনে রাখেন।
গত ৪ এপ্রিল শেভহার ঘুমন্ত ছেলের শ্বাসরোধ করে খুন করেন। যদিও তৎক্ষণাৎ মারা যায়নি কাসিম। ছেলে নিস্তেজ হয়ে পড়লে শেভাহর চিৎকার করে ডাক্তারদের সাহায্য চান। তড়িঘড়ি কাসিমকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানেই ঘণ্টা দুয়েক মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানে সে। আগে থেকেই শ্বাসকষ্ট থাকায় মৃত্যুকে স্বাভাবিক বলে ধরে নেন ডাক্তাররা। যদিও করোনা পরীক্ষায় 🍰কাসিমের নমুনা নেগেটিভ আসে।
খটকা থাকলেও মৃত্যু নিয়ে বিশেষ হেল𝓡দোল ছিল না কারও। ছেলের মৃত্যু ১১ দিন পর অপরাধবোধে ভুগতে থাকা শেভহার নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং স্বীকার করে নেন, সুযোগ বুঝে ১৫ মিনিট ছেলের মুখে বালিশ চ🌠াপা দিয়ে তাকে হত্যা করেছেন তিনি। কারণ হিসেবে তোকতাস বলেন, তিনি কখনই চাননি ছেলেকে। রীতিমতো অবাঞ্ছিত ছিল কাসিম। কেন নিজের ছেলেকে সহ্য করতে পারতেন না, সে সম্পর্কে স্পষ্ট কোনও কারণ জানাননি শেভহার।
আ🤪পাতত পুলিশ গ্রেফতার করেছে ফুটবলারকে। ছেলের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শেভহ🐓ারের এমন কান্ডে স্তম্ভিত তুরস্কের ফুটবলমহল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।