শুভব্রত মুখার্জি : টোকিও প্যারালিম্পিক্স ভারতীয় প্য🦂ারা গেমসের ইতিহাসে পদক জয়ের নিরিখে ঐতিহাসিক বললেও কম বলা চলে। ভারতীয় স্কোয়াড ১৯টি পদক জিততে সমর্থ হয়েছে। ফলে গেমস শেষে ভারত ২৪তম স্থানে শেষ করেছে পদক তালিকায়। সেপ্টেম্বর মাসের ৫ তারিখ অর্থাৎ রবিবাসরীয় সন্ধ্যায় এ বছরের প্যারালিম্পিক্সের আসর শেষ হল। আর সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় স্কোয়াডের পতাকা বাহক হয়ে 'নেতৃত্ব' দিলে♈ন তরুণী শুটার আভনি লেখারা।
উল্লেখ্য প্রথম মহিলা ভারতীয় প্যারালিম্পিয়ান হিসেবে একটি প্যারা গেমসে দু'টি পদক জিতে ইতিহাস রচনা করেছেন। আভনি এই প্যারা গেমসে ভারতের হয়ে একটি সোনা ও একটি ব্রোঞ্জ পদক পেতে সক্ষম হয়েছে। ভারত মোট ১৯টি পদক জিততে সমর্থ হয়। যার মধ্যে রয়েছে ৫টি সোনা, ৮টি রুপো এবং ৬ টি ব্রোঞ্জ পদক। এই প্যারা গেমসের মোটো ছিল 'স্প্রিন্ট ইন মোশান' অর্থাৎ চলমান গতিময়তা। এ বারের প্যারালিম্পিক্সে প্রতি বিভাগের প্রতি ম্যাচেই প্রতিܫফলিত হয়েছে এই মোটো।
শুভব্রত মুখার্জি : টোকিও প্যারালিম্পিক্স ভারতীয় প্যারা গেমসের ইতিহাসে পদক জয়ের নিরিখে ঐতিহাসিক বললেও কম বলা চলে। ভারতীয় স্কোয়াড ১৯টি পদক জিততে সমর্থ হয়েছে। ফলে গেমস শেষে ভারত ২৪তম স্থানে শেষ করেছে পদক তালিকায়। সেপ্টেম্বর মাস🐽ের ৫ তারিখ অর্থাৎ রবিবাসরীয় সন্ধ্যায় এ বছরের প্যারালিম্পিক্সের আসর শেষ হল। আর সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় স্কোয়াডের পতাকা বাহক হয়ে 'নেতৃꦗত্ব' দিলেন তরুণী শুটার আভনি লেখারা।
উল্লেখ্য প্রথম মহিলা ভারতীয় প্যারালিম্পিয়ান হিসেবে একটি প্যারা গেমসে দু'টি পদক জিতে ইতিহাস রচনা করেছেন। আভনি এই প্যারা গেমসে ভারতের হয়ে একটি সোনা ও একটি♒ ব্রোঞ্জ পদক পেতে সক্ষম হয়েছে। ভারত মোট ১৯টি পদক জিততে সমর্থ হয়। যার মধ্যে রয়েছে ৫টি সোনা, ৮টি রুপো এবং ৬ টি ব্রোঞ্জ পদক। এই প্যারা গেমসের মোটো ছিল 'স্প্রিন্ট ইন মোশান' অর্থাৎ চলমান গতিময়তা। এ বারের প্যারালিম্পিক্সে প্রতি বিভাগের প্রতি ম্যাচেই প্রতিফলিত হয়েছে এই মোটো।
এ বারের প্যারালিম্পিকে ভারত মোট ৫৪ সদস্যের স্কোয়াড নিয়ে অংশগ্রহণ করেছিল। যার মধ্যে ১৯ জন সদস্যই পদক জিততে সক্ষম হয়েছেন। উল্লেখ্য এই গেমসের আগে গেমসের ইতিহাসে ভারতের মোট পদক জয়ের সংখ্যা ছিল ১২। যা এ বারের একটি গেমসেই ভারত পেরিয়ে যেতে 🌼সমর্থ হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক আভনি লেখারা এবং সিংহরাজ আদানা দু'বার পদক জিতে পোডিয়ামে ফিনিশ করতে সক্ষম হয়েছেন।
২০১২ সালে গাড়ি দুর্ঘটনার পরে আভনি কোমর থেকে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। তার বাবা তাঁকে শুটিং রেঞ্জে নিয়ে গিয়েছিলেন, যাত🅠ে তাঁর ভিতরের রাগকে নিয়ন্ত্রণ করা যায়। টোকিও প্যারা গেমসে সেই আভনির হাত ধরেই নতুন ইতিহাস লিখেছে ভারত। তাই সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বাহক হিসেবে স্কোয়াডকে নেতৃত্ব দেওয়াটা যেন গোটা প্যারা গেমসে ভারত তথা তার জার্নির প্রতি কুর্নিশ নিবেদন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।