ডোপ টেস্টে ধরা পড়লেন দেশের প্রথমসারির ভারোত্তলক সঞ্জিতা চানু। কমনওয়েল গেমসে জোড়া সোনাজয়ী চানুকে প্রাথমিকভাবে নির্বা🀅সিত করেছে ন্যাশনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাল অ্যান্টি ডোপিং এজেন্সি।
২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে মেয়েদের ৪৮ কেজি বিভাগে সোনা জেত🎃েন সঞ্জিতা। পরে ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে মেয়েদের ৫৩ কেজি বিভাগের স্বর্ণপদক জিতে নেন তিনি। মণিপুরের ভারোত্তলকের শরীরে নিষিদ্ধ ড্রস্ট্যানোলন পাওয়া গিয়েছে।
সম্প্রতি ন্যাশনাল গেমসের ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন সঞ্জি𒆙তা। গত সেপ্টেম্বর-অক্টোবরে গুজরাট ন্যাশনাল গেমসের সময়েই নাডার ডোপ কন্ট্রোল অফিসাররা তাঁর মূত্রের নমুনা সংগ্রহ করেন। সেই ডোপ টেস্টেই পজিটিভ চিহ্নিত হন সঞ্জিতা। সঙ্গত কারণেই সঞ্জিতার খেলাধুলোর উপরে প্রাথমিকভাবে প্রতিবন্ধকতা জারি করা হয়।
সঞ্জিতাকে নাডার অ্যান্টি ডোপিং ডিলিপ্লিনারি প্যানেলের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। যদি প্রমাণিত হয় যে, ইচ্ছাকৃভাবে তিনি শক্তিবর্ধক ড্রাগ নিয়েছেন, তবে চার বছরের জন্য নির্বাসিত হতে পারেন সঞ্জিতা। সেক্ষেত্রে তাঁর ন্যাশনাল গেমসের পদকও ছিনিয়ে নেওয়💎া হবে।
এর আগে ২০১৭ সালের নভেম্বরে একবার ডোপ টেস্🙈টে পজিটিভ চিহ্নিত হয়েছিলেন সঞ্জিতা। ২০১৮ সালের জুন মাসে আন্তর্জাতিক ভারোত্তলন সংস্থা তাঁক🍷ে নির্বাসিত করে। যদিও সঞ্জিতা সেবার দাবি করেছিলেন যে, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। ২০১৯ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ভারোত্তলন সংস্থা তাঁকে নির্বাসন থেকে মুক্তি দেয়।
আরও পড⛎়ুন:- 'টাইপিংয়ের ভুলে ডোপিংয়ের দোষ', অবসাদ কাটিয়ে ফেরার লক্ষ্যে মীরার 'পার্টনার' চানু
কিছুদিন আগেই সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সঞ্জিতা জানিয়েছিলেন, টাইপিংয়ের ভুলেই নাকি তাঁর নাম ডোপিংয়ের তালিকায় ঢুকে পড়ে বলে আন্তর্জাতিক ভারোত্তলন সংস্থা জানিয়েছে তাঁকে। সঞ্জিতার আক্ষেপ ছিল, 💫ফেডারেশনের ভুলে তাঁর কেরিয়♕ারের মূল্যবান সময় নষ্ট হয়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।