অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে আয়োজক আমিরশাহির বিরুদ𓄧্ধে দাপুটে জয় তুলে নিল ভারতের যুব দল। আমিরশাহিকে তারা পরাজিত করে ১৫৪ রানের বড় ব্যবধানে।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইক♋েটের বিনিময়ে ২৮২ রান তোলে। ইনিংসের শুরুতেই ওপেনার অংকৃষ রঘুবংশীর উইকেট হারিয়ে বসে ভারতౠ। ১১ বলে ২ রান করে রান-আউট হন অংকৃষ।
তিন নম্বরে ব্যাট করতে নামা এসকে রশিদ ৩৫ রান করে সাজঘর𓆏ে ফেরেন। যশকে সঙ্গে নিয়ে হরনূর তৃতীয় উইকেটের জুটিতে ১২০ রান যোগ করেন। হরনূর ইতিমধ্যে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি ১১টি বাউন্ডারির সাহায্যে ১৩০ বলে ১২০ রান করে ক্রিজ ছাড়েন। খাতা খুলতে পারেননি নিশান্ত সিন্ধু।
ক্যাপ্টেন যশ ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৬৩ রান করে মাঠ ছাড়েন। রাজবর্ধন ৬টি চার ও ২টি ছক্কার সাহ🍬ায্যে ২৩ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। ৮ বলে ৬ রান করে নট-আউট থাক♛েন কৌশল তাম্বে। ২টি উইকেট নেন আলিশান শরাফু।
জবাবে ব্যাট করতে নামা আ🍰মিরশাহিকে ৩৪.৩ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে দেয় ভারত। ওপেনার কাই স্মিথ দলের হয়ে সবথেকে বেশি ৪৫ রান করেন। এছাড়া সূর্য সতীশ ২১ ও ধ্রুব পরাশর ১৯ রান করেন। রাজবর্ধন ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন গর্ব সাঙ্গওয়ান, ভিকি ওস্তওয়াল ও কৌশল তাম্বে। বাংলার রবি কুমার ৬ ওভার বল করে ২৭ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। ম্যাচের সেরা হয়েছেন শতরানকারী হরনূর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।