বিশ্বকাপের আগে যুব এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছে ভারতীয় দল। এবার বিশ্বকাপের অনুশীলন ম্যাচে আয়োজক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আরেক দফা 𓆉প্রস্তুতি সেরে রাখে ভারতের যুব ক্রিকেট দল।
উল্লেখযোಌগ্য বিষয় হল, এশিয়া কাপে হরনূর সিং, যশ ধুল, রশিদরা ব্যাট হাতে নজর কেড়েছিলেন। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে যশ, নিশান্ত, আরাধ্যরা নির্ভরতা দেন দলকে। সেই সঙ্গে বল হাতে নজর কাড়েন গর্ব, মানব, অন্বে🐓শ্বররা।
গায়ানায় প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৭৮ রান তোল🅷ে। হরনূর ৯, অংকৃষ ১, রশিদ ২৬, যশ ৫২, আরাধ্য ৪২, নিশান্ত অপরাজিত ৭৮, দীনেশ ১৩ ও কৌশল অপরাজিত ২১ রান করেন।
পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের যুব দল ৪৩ ওভারে ১৭০ রানে অল-আউট হয়ে যায়। ৫২ রান করেন ওপেনার ম্যাথিউ নান্দু। ৩৩ রান করেন জোহান। মানব পরখ ৩৪ রানে ৩টি উইকেট নেন। ৩০ রানে ৩টি উইকেট নিয়েছেন কৌশল তাম্বে। গর্ব সাঙ্গওয়ান ১৮ রানের বিনিময়েꦬ ২টি উইকেট দখল করেন। ৩৭ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন অন্বেশ্বর গৌতম।
প্রথম প্রস্তুতি ম্যাচে ১০৮ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় ♕ভারত। মঙ্গলবারই তারা দ্বিতীয় অনুশীলন ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।