লড়াইটা ছিল বিশ্বের ১ নম্বর ব্যাডমিন্টন তারকার সঙ্গে বিশ্বের ৩৩৩ নম্বর তারকার। সুতরাং, নিতান্ত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সহজে জেতার কথা ছিল বিশ্বসেরা শাটলারের। তবে বাস্তবে ছবিটা দেখা গেল ভিন্ন। হট ফেবারিট আকানে ইয়ামাগুচিকে হারিয়ে দিলেন বিলকিস প্রাসিস্তাꦿ।
থমাস ও উবের কাপে এমনই💮 বিপ্লব ঘটালেন ইন্দোনেশিয়ার অষ্টাদশী বিলকিস। ব্যাংককের ইমপ্যাক্ট🌠 এরিনায় বিশ্বচ্যাম্পিয়ন জাপানি তারকাকে ৩৫ মিনিটের লড়াইয়ে ২১-১৯, ২১-১৯ গেমে হারিয়ে দেন বিলকিস।
আরও পড়ুন:- Uber Cup: ৪-১ ফলে আমেরিকাকে উড়ཧিয়ে দিয়ে উবের কাপের কোয়ার্টার ফাইনালে ভারত
যদিও জাপান ৪-১ ব্যবধানে পরাজিত করে ইন্দোনেশিয়াকে এবং এ-🉐গ্রুপের এক নম্বর দল হিসেবে শেষ আ෴টের টিকিট নিশ্চিত করে। দুই দেশই মেয়েদের উবের কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।
এমন অবিশ্বাস্য জয়ের পরে বিলকিসᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ বলেন, ‘বিশ্বাসই হচ্ছে না। আকানে ইয়ামাগুচিকে হারানোর কথা কখনও আমার কল্পনাতেও আসেনি। আমি শুধু ওঁকে কোর্টে দৌড় ✨করাতে চেয়েছিলাম, যাতে সহজে পয়েন্ট জিততে না পারে। শেষমেশ সেটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।’
অন্যদিকে ম্যাচ হারের পর হ♕তাশ ইয়ামাগুচির সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল, ‘আমি ম্যাচে নিয়ন্ত্রণ বজায় রাখতে পারিনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।