তাঁদের জুটিতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তনের সাক্ষী ছিল। প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে পড়েও প্যারিস💯 সাঁ-জা'র বিরুদ্ধে জিতেছিল লিওনেল মেসি ও নেইমারের বার্সেলোনা। কিন্তু এখন নেইমার খেলছেন প্যারিসের ক্লাবে। আর সেই নেইমারের প্যারিসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে নামতে চলেছে বার্সা।
সোমবার সুইজারল্যান্ডের নিওতে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে ড্র হয়। তাতে কোন দলের বিরুদ্ধে বার্সাকে খেলতে হবে, তা নিয়ে তুমুল আগ্রহ ছিল। বার্য়ান মিউনিখ, ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে পড়ারও সম্ভাবনা ছিল বার্সার। শেষপর্যন্ত মেসিদের প্রতিপক্ষ হয়েছেন নেইমার। যা প্রি-কোয়ার্টার ফাইনালের সবথেকে হেভিওয়েট লড়াই হতে চলেছে। এছাড়াও অ্যাটলেটিকো মাদ্রিদඣ ও চেলসির ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে বলে ধারণা ফুটবল মহলের।
মেসির মতো তেমন কঠিন প্রতিপক্ষের মুখে পড়েনি অপর মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রি-কোয়ার্টার ফাইনালে নিজের দেশের ক্লাব পোর্তার বিরুদ্ধে নামতে চলেছেন পর্তুগিজ তারকা। যে দলের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা গোল করেছেন তিনি। এবারও রোনাল্ডোর পা থেকেཧ তেমনই গোল চাইবে জুভেন্তাস।
এছাড়া সেভিয়ার মুখোমুখি হবে বরুসিয়া 🔯ডর্টমুন্ড। লিভারপুল খেলবে লিপজিগের বিরুদ্ধে। বার্য়ানের প্রতিপক্ষ লাজিও। ম্যান সিটির লড়াই বরুসিয়া মনসেনগ্লাডবাখের বিরুদ্ধে। খুঁড়িয়ে খুঁড়িয়ে নক-আউট রাউন্ডে উঠলেও খাতায়-কলমে প্রি-কোয়ার্টার ফাইনালে সবথেকে সহজ ম্যাচ পড়েছে রিয়াল মাদ্রিদের। জিনেদিন জিদানের দলের প্রতিপক্🔯ষ আটলান্টা।
পুরো সূচি :
১) ১৬ ফেব্রুয়ারি এবং ১০ মার্চ
লিপজিগ বনাম লিভারপুল।
বার্সেলোনা বনাম প্যারিস।
২) ১৭ ফেব্রুয়ারি এবং ৯ মার্চ
পোর্তা বনাম জুভেন্তাস।
সেভিয়া বনাম ডর্টমুন্ড
৩) ২৩ ফেব্রুয়ারি এবং ১৭ মার্চ
লাজিও বনাম পোর্তো।
অ্যাটলেটিকো বনাম চেলসি।
৪) ২৪ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ
বরুসিয়া মনসেনগ্লাডবাখ বনাম ম্যাঞ্চেস্টার সিটি।
আটনাল্টা বনাম রিয়াল মাদ্রিদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।