ভিলারিয়ালের বিরুদ্ধে ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৭ মে) ভোররাতে ইউরোপা লিগ ফাইনালে মাঠে নামবে ম্যাঞ্চ🐈েস্টার ইউনাইটেড। সেই উপলক্ষ্যে পোল্যান্ডের গেদান্সকে একত্রিত হয়েছেন বহু ইউনাইটেড সমর্থক। তবে ম্যাচের🦩 আগেরদিন রাতেই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা।
ফাইনালে দুই দলেরই দু'হাজার করে দর্শক মাঠে উপস্থিত থাকতে পারবেন। তবে সাধারণ💖ত মাঠে প্রবেশ করতে না পারলেও অনেক বেশি সংখ্যক সমর্থকই এমন ম্যাচে আয়োজক শহরে পৌঁছে যান। ম্যাচের আগে দুই দলের উগ্র সমর্থকদের মধ্যে প্রায়শই ঝামেলা লেগেই থাকে, তবে এক্ষেত্রে তেমনটা হয়নি।
পোল্যান্ডের বন্দর শহরে এক পানশালায় মুখোশ পরিহিত একদল পোলিশ গুন্ডাদের দ্বারা আক্রান্ত হন কিছু ইউনাইটেড সমর্থক। ইউনাইটেডের তরফে জানানো হয়, ‘গতরাতে গেদান্সকের এক পানশালায় আক্রান্ত হওয়ার পরেই ক্লাবের কর্মীরা আমাদের বহু সমর্থকদের সাহায্য করত💖ে লেগে পড়েছে।’
ঘটনার কথা স্বীকার করে নিয়ে তার তীব্র নিন্দা করেন করেন শহরের মেয়র অ্যালেকসান্দ্রা দুলকাইউজ। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ꦆটে তিনি লেখেন, ‘আমাদের শহরে কোনরকম হিংস্রতারই কোন জায়গা নেই। প্রিয় সমর্থক এবং অতিথিবৃন্দ আপনাদের সকলেই আমাদের শহরে সবসময় স্বাগত।’
প্রা💃য় ৩০ জন গুন্ডার এই ঘটনার সাথে যুক্ত থাকার আভাস দিয়েছে গেদান্স পুলিশ। পোল্যান্ডের TVN24 চ্যানেলকে পুলিসের এক মুখপাত্👍র জানান, ‘মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘটনাটা ঘটে যায়। আমরা সম্ভবত শীঘ্রই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ছবি প্রকাশ করব। তাঁদেরকে অ্যারেস্ট করা মাত্র সময়ের অপেক্ষা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।