যতই বিতর্ক হোক, নিজে꧅দের অবস্থানে অনড় আইসিসি। ডিআরএসে আম্পায়ার্স কল নিয়ে বিস্তর বিতর্ক দেখা দিলেও বোর্ড মিটিংয়ের পর তা বজায় রাখার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
শুরু থেকেই ডিআরএসের আম্পায়ার্স কলের বিরোধিতা করতে দেখা যায় বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটারদের অনেককেই। ভারত অধিনায়ক বিরাট কোহলি পর্যন্ত দাবি করেন যে, আম্পায়ার্স কল ক্রিকেটারদের মনে সংশয় সৃষ্টি করে। তাই আইসিসির উ🔥চিত নিয়ম একটু সরল করা। স্টাম্পে বল লাগলে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করাই উচিত, প্রকারান্তারে এমনটাই দাবি জানান ভারত অধিনায়ক🔴। বলের কতটা অংশ স্টাম্পে লাগল তা বিবেচনা অমূলক বলেই মনে হয় তাঁর।
আসলে এলবিডব্লির ক্ষেত্রে বল স্টা🅠ম্পে লাগছে, অথচ আম্পায়ার আউট দিলে আউট, না দিলে নয়, এই বিষয়টাই অনেকে মেনে নিতে পারেননি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা অবশ্য বিতর্কে কান দিতে রাজি নয়। তাদের দাবি, ডিআরএস ব্যবহার করার উদ্দেশ্য হল ক্রিকেটে পরিস্কার ভুলগুলোকে শুধরে দেওয়🥂া। এক্ষেত্রে ফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্তকে মর্যাদা দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই আগের মতোই বহাল রাখﷺা হচ্ছে আম্পায়ার্স কল।
ক্রিকেট কমিটির বৈঠকের পর আইসিসির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, রিভিউয়ের ক্ষেত্রে আম্পায়ার্স কল যথারীতি বজায় রাখা হচ্ছে। যদিও এলবিডব্লির রিভিউয়ের ক্ষেত্রে স্টাম্পের উচ্চতার সীমা তুলে দেওয়া হয়। এলবিডব্লির ক্ষেত্রে বল যদি বেলের ঠিক উপরে লাগে, তা হলেও আউট ঘোষণা করা 💙হবে ব্যাটসম্যানকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।