ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরানকে ভারতীয় দলের বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছিল। তার ব্যাট থেকে শক্তিশালী শট দেখা গিয়েছিল গোটা বিশ্ব। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক। বর্তমানে ক্যারিবিয়ান দলের এই ব্যাটসম্যান দারুণ ফর্মে রয়েছেন। ভারতের ছন্দ তিনি ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জতেও🌄 দেখাচ্ছেন। টি টোয়েন্টির🤡 বদলে এবার তিনি T10 এ নিজের ব্যাটে ঝড় তুলেন।
টি টেন লিগেও তার ব্যাট থেকে এসেছে প্রচুর রান। আসলে T20 আন্তর্জাতিক ক্রিকেট সফল হওয়ার পরে তিনি T10 লিগে খেলার সুযোগ পেয়েছিলেন। ক্রিকেটের এই ফর্ম্যাটে দ্রুততম সেঞ্চুরি করার ক্ষেত্রে তিনি দ্বিতীয় স্থান দখল করলেন। আসলে, ত্রিনিদাদ T10 ব্লাস্টের একটি ম্যাচে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করেন নিকোলাস পুরান। T10 লিগে সেঞ্চু🎉রির সংখ্যা কম, কিন্তু নিকোলাস পুরানের এই সেঞ্চুরিটি নিজের মধ্যেই ঐতিহাসিক কারণ দশ ওভারের ফ൲র্ম্যাটে এত কম বলে সেঞ্চুরি করা যেকোনও ব্যাটসম্যানের কাছেই বড় ব্যাপার। যদিও এর আগে ইউরোপিয়ান ক্রিকেট লিগে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন স্কট এডওয়ার্ডস।
বাঁহাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান ত্রিনিদাদ T10 ব্লাস্টে স্কারলেট আইবিস স্কোর্চার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। এই ইনিংসে লেদারব্যাক জায়ান্টসের হয়ে ছয়টি বাউন্ডারি এবং ১০টি ছক্কার সাহায্যে ৩৭ বলে অপরাজিত&nb♔sp;১০১ রান করেন। নিকোলাস পুরানের দল ৯ উইকেটে এই ম্যাচ জেতে। ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিকোলাস পুরানের দল। নির্ধারিত ১০ ওভারে স্কারলেট আইবিস স্কোর্চার্স তিন উইকেট হারিয়ে তোলে ১২৮ রান। জবাবে মাত্র ৮.৩ ওভারে এক উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে লেদারব্যাক জায়ান্টস। নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ১০১ রান। নিকালোস পুরানের এই ফর্ম হাসি ফোটাবে সানরাইজার্স হায়দরাবাদের কর্তাদের। কারণ ১০.৭৫ কোটি টাকা দিয়ে এবারের নিলামে তাকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।