ব্রিটিশ তারকাদের মতো ওয়ান ডে ক্রিকেটের ঢংয়ে টেস্ট খেলার ধার ধারলেন না উসমান খোয়াজা। বরং সনাত🅘নি ক্রিকেটের চিরপরিচিত রক্ষণাত্মক মেজাজে বার্মিংহ্যাম টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।
অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই তিন অঙ্কের রানে পৌঁছে যান অজি ওপেনার। দ্বিতীয় দিনের শেষে খোয়াজা অপরাজিত থাকেন ব্যক্তিগত ১২৬ রানে। ১৪টি চার ও ২টি ছক্কা মারলেও ২৭৯ বলের ইনিংসে ইংল্যান্ডের বোলারদের ধৈর্যের যথাযথ পরীক্ষা নেন উসমান। ইংল্যান্ডের ৮ উইকেটে ৩🔴৯৩ রানের জবাবে ব্যাট📖 করতে নেমে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৩১১ রান সংগ্রহ করেছে।
উল্লেখযোগ্য বিষয় হল, এজবাস্টনে শতরান করা মাত্রই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন উসমান খোয়াজা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই একমাত্র ওপেনার, যিনি একই ক্যালেন্ডার বর্ষে অস্ট্রেলিয়া, ꧟ভারত ও ইংল্যান্ডে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে টেস্ট সেঞ্চুরি করলেন।
খোয়াজা ২০২৩ সালে এখনও পর্যন্💞ত ৩টি টেস্ট সেঞ্চুরি করেছেন। তিনি তিনটি শতরানই করেছেন ওপেন করতে নেমে। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১৯৫ রান করে নট-আউট থাকেন খোয়াজা। অস্ট্রেলিয়া ডিক্লেয়ার করে দেওয়ায় সেই ইনিংসে ডাবল সেঞ্চুরি করা হয়নি তাঁর। পরে মার্চে ভারতের বিরুদ্ধে আমদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন উসমান। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে শতরান করলেন খোয়াজা।
এছাড়া খোয়াজা যে সব ব্যক্তিগত নজির গড়েন, দেখে নেওয়া যাক একনজরে।
১. অ্যাশেজে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের করা শেষ চারটি সেঞ্চুরির মধ𒀰্যে খোয়াজা একাই করেছেন তিনটি শতরান।
২. গত ৬ বছরে খোয়াজাই একমাত্র সফরকারী ব্যাটসম্যান, যিনি ভারত ও ইংল্যান্ডে টে💧স্ট সেঞ্চুরি করলেন।
৩. ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত চারটি আলাদা দেশে টেস্ট সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার হলেন উসমান খোয়াজা। এই সময়ের মধ্যে তিনি অস্ট্রেলিয়ায় ৩টি, পাকিস্তানে ২টি, ভারতে ১টি এবং ইংল্যান্ডে ১টি 𒆙টেস্ট𝐆 সেঞ্চুরি করেন।
৪. ২০২২ স𒁏াল থেকে এখনও পর্যন্ত সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করার নিরিখে জো রুটকে ছুঁয়ে ফেলেন খোয়াজা। এই সময়ের মধ্যে তিনিও রুটের মতো ৭টি টেস্ট সেঞ্চুরি করেন।
৫. ২০২২ সালে খোয়াজা যে থেকে টেস্টে নিয়মিতভাবে ওপেন করা শুরু করেন, সে✱ই🌱 থেকে এখনও পর্যন্ত তাঁর থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করতে পারেননি আর কোনও গোড়াপত্তনকারী ব্যাটসম্যান। এই সময়ের মধ্যে ওপেন করতে নেমে উসমান ৫টি টেস্ট সেঞ্চুরি করেন। বিশ্বের বাকি ওপেনারদের মধ্যে এই সময়কালে ৩টি করে টেস্ট সেঞ্চুরি করেছেন ইমাম উল হক, দিমুথ করুণারত্নে, আব্দুল্লা শফিক ও ক্রেগ ব্রাথওয়েট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।