বার্সেলোনা এবার এমনিতেই লা লিগার বেতন সমস্যায় পড়েছে। কারণ ফুটবলারদের বেতনের ঊর্ধ্বসীমা ইতিমধ্যেই তারা স্পর্শ করে ফেলেছিল বলে কোন ফুটবলারকে না ছাড়লে নতুন করে কাউকে নেওয়া তাদের পক্ষে সম্ভবপর ছিল না। তাই অবশেষে বিদ⛎ায়ের সুর বাজল বার্সাতে।
এই মরসুমে রোনাল্ড কোম্যা𓄧ন কোচের দায়িত্ব গ্রহণের পর জানিয়েছালেন বেশ কয়েকজন ফুটবলার তার পরিকল্পনাতে নেই। এই তালিকায় আর্তুরো ভিদাল এবং লুইস সুয়ারেজের নাম যে উপরের সারিতে তা চোখ বুজে বলাই যায়।
উল🎐্লেখ্য সুয়ারেজের বিষয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি বার্সেলোনা। উরুগুইয়ান এখনও ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে করেননি। তবে এর মাঝেই চিলির ভিদালের ক্লাব ছাড়াছেন। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে তার যোগ দেয়ার খবরটা নিশ্চিত করে বিজ্ঞপ্তি জারি করেছে বার্সেলোনা।
ভিদাল, সুয়ারেজ এবং লিওনেল মেসি বার্সেলোনাতে সমসাময়িক। তারা 💜তিনজন ঘনিষ্ঠ বন্ধুও বটে। ল্যাতিন হওয়ায় তাদের সম্পর্কও মধুর। তাই ভিদালকে আবেগী বিদায়বার্তা জ𒀰ানিয়েছেন দুই বন্ধু মেসি এবং সুয়ারেজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।