শুভব্রত মুখার্জি:- ক্রীড়াক্ষেত্রে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হলেই সবসময়ে থাকে আলাদা এক𝔍টি উত্তেজনা, উন্মাদনা। সে ক্রিকেট হোক কিংবা ফুটবল কিংবা হকি এই চিত্র প্রায় সর্বত্রই এক। শনিবার চলতি হকিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হꦇয়েছিল ভারত এবং পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ম্যাচে পিছিয়ে পড়েছিল ভারত। কিন্তু সেখান থেকে দাঁড়িয়েই দারুণ কামব্যাক করে ভারত।
শেষ পর্যন্ত ২-১ গোলে হারিয়ে দেয় পাকিস্তান দলকে। এই ম্যাচেই মাঠে একটা সময় তীব্র বিবাদে জড়িয়ে পড়েন দুই দেশের খেলোয়াড়রা। পাক খেলোয়াড় ম্যাচ চলাকালীন এক জঘন্🔯য ফাউল করে বসেন। সেই ফাউলকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে চড়তে থাকে উত্তেজনার পারদ।ঘটনা এতটাই খাꦜরাপ দিকে যেতে থাকে যে শেষ পর্যন্ত আম্পায়াররা বিষয়টিতে তাদের হস্তক্ষেপ করে। এর ফলে ঘটনাটি নিয়ন্ত্রণ করা হয়।
ম্যাচ হারলেও পাকিস্তান সেমিফাইনালে পোঁছে গিয়েছে। ভারত এই ম্যাচ জিতে পৌঁছে যায় সেমিফাইনালে। এদিনের ম্যাচে ভারতের উদ্ধারকর্তা হরমনপ্♏রীত সিং। তিনি দুটি গোল করেছেন ভারতের হয়ে। এটি টুর্নামেন্টের প্রথম হার পাকিস্তানের। এর আগে তাঁরা দুটি ম্যাচ জেতার পাশাপাশি দুটি ম্যাচ ড্র করেছিল। তবে হারলেও দুটি দল সেমিফাইনালে চলে গিয়েছে। এদিনে একেবারে টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকেন দর্শকরা। ম্যাচে দুই পক্ষ উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে অনফিল্ড আম্পায়ার ছাড়াও বাকি আম্পায়ারদের ছুটে এসে দুই দলের খেলোয়াড়দের আলাদা করতে হয়।
পাকিস্তানের আশরাফ ওয়াহিদ রানা জঘন্য একটি ট্যাকেল করেন ভারতীয় তারকা যুগরাজ সিংকে। ম্যাচের বয়স তখন মাত্র ১০ মিনিট হয়েছে। সেই সময়েই এই ঘটনার সূত্রপাত। ভারতীয় সার্কেলের বাইরে রানা একটি জঘন্য ট্যাকেল করে বসেন যুগরাজকে। সঙ্গে সঙ্গে হরমনপ্রীত এবং জার্মানপ্রীত দৌড়ে আসেন। এই সময়ে তাঁরা খুব রেগে যান এবং পাক খেলোয়াড়কে 🐠কিছু একটা ব🔯লেন। সঙ্গে সঙ্গে চলে আসেন আম্পায়াররাও।
আরও পড়ুন… একি অবস্থা! পাকিস্তানের মহিলা♔ ক্রিকেটারদে🌺র দৈনিক ভাতাও দিতে পারছে না পিসিবি
পাকিস্তান অধ𓂃িনায়ক আম্মাদ বাট এবং বাকি কয়েকজন ꦕদৌড়ে এসে খেলোয়াড়দের সেখান থেকে সরিয়ে দেন। ফলে ঝামেলা আরও বড় হয়নি। এরপর অনফিল্ড আম্পায়ার বিষয়টি রিভিউয়ের জন্য পাঠান। রানা যে দোষ করেছেন তা স্পট হয়। তাঁকে এরপর হলুদ কার্ড দেখানো হয়। ফলে বেশ কিছুক্ষণ ১০ জনেই খেলতে হয় পাকিস্তান দলকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।