২০১৩ সালে অবসর নিয়েছিলেন, ফের প্রায় ৯ বছর পরে আবার ব্যাট হাতে তুলে নিলেন সচিন তেন্ডুলকর। নতুন প্রজন্মকে খেলাধুলোর প্রতি উৎসাহ দিতে আবার ব্যাট ধরলেন মাস্টার ব্লাস্টার। উপলক্ষ্য ছিল ২৯ অগস্টের জাতীয় ক্রীড়া দিবস। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মজয়ন্🌊তী। টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন সচিন তেন্ডুলকর। যেখানে তাঁকে পুরনো মেজাজে দেখা গেছে।
আরও পড়ুন… পান্ডিয়া নিয়ে প্রশ্ন, ঘুমপাড়ানি জবাব বাবরের
একটি স্টিকার বিহীন ব্যাটে চারিদিকে বেশ কয়েকটি শট খেললেন। আসলে অনুরাগীদের অনুরোধে ফের একবার ব্যাট ধরলেন সচিন তেন্ডুলকর। এবারের উদ্দেশ্যটা সম্পূর্ণ আলাদা। সচিন তেন্ডুলকর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। নিজের ট্রেডমার্ক ব্যাকফুট পাঞ্চ, স্ট্রেট ড্রাইভ, ফ্লিক, পুল, ༒কভার ড্রাইভ, আপার কাট, সবকিছুই দেখালেন মাস্টার ব্লাস্টার্স। সেই ভিডিয়ো ঘিরে হইচই পড়ে গিয়েছে নেটমাধ্যমে।
আরও পড়ুন… স্টার নয়, টিভি🏅-তে ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত ICC ট্রফিগুলি হবে ZEE-র পর্দায়
আরও পড়ুন… KKR-এর অফিসে সই পর্ব সারলেন নতুন ༺কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, CEO- দিলেন বিশেღষ উপহার
সচিন তেন্ডুলকর লিখলেন, ‘জাতীয় ক্রীড়াদিবসে আমার ভালোবাসার খেলা 🍷না খেলে কীভাবে থাকতে পারি। তোমাদের প্রিয় খেলার ছবি,ভিডিও পোস্ট করে𒉰া।’ এর পাশাপাশি ফ্যানদের কাছে বিশেষ অনুরোধ রেখে বললেন, ‘সবার খেলা প্রয়োজন। দেশকে স্পোর্টিং নেশন তৈরি করতে বয়স দেখার প্রয়োজন নেই। এই ন্যাশনাল স্পোর্টস ডে-তে একটি খেলা বেছে নিন এবং সেটিকে রোজ খেলুন। আসুন সুস্থ সবল ফিট দেশ গড়ি।’ এই প্রসঙ্গে সম্প্রতি কমনওয়েলথ গেমসে সোনা জয়ী মহিলাদের লন বল টিমের কথা বলেন সচিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।