হান্ড্রেডে একেবারে আগুনে পারফরম্যান্স শাবনিম ইসমাইলের। বৃহস্পতিবার (১০ অগস্ট) চলতি মহিলা হান্ড্রেডে সকলꦺকে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন। বার্মিংহ্যামে তিনি একেবারে ফিনিক্স পাখির মতোই জ্বলে উঠেছিলেন। তাঁর চাঞ্চল্যকর হ্যাটট্রিক পুরো ম্যাচের রং-ই বদলে দিয়েছিল। তাঁর আগুনে মেজাজের কারণেই বার্মিংহ্যাম ফিনিক্সের বিরুদ্ধে ওয়েলশ ফায়ার চাঞ্চল্যকর জয় ছিনিয়ে নেয়।
আরও🌸 পড়ুন: দিল্লির হয়ে আর খেলতে চান না,ও ছাড়পত্রের আবেদন নীতিশ রানা এবং ধ্রুব শোরের- রিপোর্ট
দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার শবনম ইসমাইল ম্য🌱াচের শেষ তিন বলে তিন উইকেট তুলে নিয়ে একেবারে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন। তাঁর দাপটেই ৩ রানে ম্যাচ হেরে বসে থাকে বার্মিংহাম ফিনিক্স। ওয়েলশ ফায়ারের হয়ে খেলা শবনম এই ম্যাচে ২০ বল করেছিলেন। তিনি ৩১ রান দিয়ে তিন উইকেট ছিনিয়ে নেন। ওয়েলস ফায়ার এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে।
মহিলা হান্ড্রেডে এটি ছিল ইভেন্টের ১৪তম ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাট করে ওয়েলস ফায়ার ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান করে। দলের অধিনায়ক ট্যামি বিউমন্ট ৪০ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। ট্যামিকে সঙ্গত করেন হেলি ম্যাথিউস (২৩)। এই দুই তারকা মিলে প্রথম উইকেটে ৭২ রান যোগ করেন। এর পর ১৯ বলে ২৫ রান করেন সোফিয়া ডাঙ্কলি। বার্মি🍒ংহ্যাম ফিনিক্সের হয়ে কেটি লেভিক, হান্না বেকার এবং টেস ফ্লিনটফ নেন ২টি করে উইকেট।
এর পর বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে ব্যাটিংয়ে ৪৫ বলে ৫৫ রানের দুরন্ত ইনিংস খেলেন টেস ফ্লিনটꦇফ। তাঁর সঙ্গে ওপেন করতে আসা সোফি ডিভাইন করেন ২৯ রান। সোফির আউট হওয়ার পর, উইকেট-রক্ষক ব্যাটসম্যান অ্যামি জোন্স ৩৪ বলে অপরাজিত ৪৮ রান যোগ করেন। ইসমাইল যখন তাঁর স্পেলের শেষ ওভারে বল করতে এসেছিলেন, তখন ৯৫ বলে বার্মিংহ্যামের ফিনিক্সের স্কোর ছিল এক উইকেট হারিয়ে ১২৯ রান। অর্থাৎ শেষ ৫ বলে জয়ের জন্য বার্মিংহামের দলের প্রয়োজন ছিল ৯ রান।
আরও পড়ুন:🎀 এশিয়া কাপ আর বিশ্ব🅠কাপের জন্য শাকিবের হাতেই টাইগারদের নেতৃত্বের দায়িত্ব দিল BCB
অ্যামি জোন্স ইনিংসের ৯৬তম বলে𝄹 একটি সিঙ্গেল নেন এবং পরের বলে টেস ফ্লিনটফ ডিপ এক্সট্রা কভারে একটি ജচার মারেন। ম্যাচ জিততে শেষ তিন বলে বার্মিংহ্যাম ফিনিক্সের দরকার ছিল মাত্র ৪ রান। এখান থেকে বার্মিংহ্যাম ফিনিক্সের জয় প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু এই জয়ের মাঝেই বাধা হয়ে দাঁড়ান শবনম ইসমাইল। ইসমাইল ৯৮তম বলে টেসকে বোল্ড করেন। পরের বলে ইরিন বার্নসকে ক্যাচ আউট করেন। ম্যাচের শেষ বলে বার্মিংহ্যামের জয়ের জন্য দরকার ছিল ৪ রান। শেষ বলে ক্রিজে ব্যাট করতে আসা ইসি ওং-কে বোল্ড করেন শবনম। বার্মিংহ্যাম ফিনিক্সের মুখের পুরো গ্রাস কেড়ে নেন প্রোটিয়া পেসার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।