অত্যন্ত রোমাঞ্চকর রূপ নেয় বিজয় হাজারে ট্রফির শেষ রাউন্ডের 🔜লিগ ম্যাচগুলি। গুটিকয়েক দল শেষ রাউন্ডের লিগ ম্যাচের আগে নক-আউটের টিকিট নিশ্চিত করেছিল। তবে কারা কোয়ার্টার ফাইনাল খেলবে এবং কারা খেলবে প্রি-কোয়ার্টার, বেশিরভাগ দলের ভাগ্য নির্ধারিত হয় লিগের শেষ রাউন্ডের ম্য়াচগুলির ফলাফলের ভিত্তিতে। বাংলা ক্রিকেট দল তাকিয়ে ছিল মুম্বই বনাম রেলওয়েজ ম্যাচের 🌜দিকে। মুম্বই জেতায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বাংলাকে। রেলওয়েজ জিতলে নক-আউটের টিকিট হাতে পেতেন অভিমন্যু ঈশ্বরনরা।
উত্তেজক জয় উত্তরপ্রদেশের
সৌরাষ্ট্রের ৯ উইকেটে ২১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ ৪৭.৪ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২১৯ রান তুলে ম্যাচ🧜 জিতে যায়। আকাশদীপ নাথ ৮৯ ও সৌরভ কুমার ৬৩ রান করেন। একসময় ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল উত্তরপ্রদেশ।
পরিত্যক্ত হয় তামিলনাড়ুর ম্যাচ
কেরলের ৮ উইকেটে ২৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে তামিলনাড়ু ৭ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪৩ রান তুললে বৃষ্টিতে মꦡ্যাচ বন্ধ হয়ে য🅰ায়। শেষমেশ পরিত্যক্ত হয় ম্যাচটি।
গোয়া-হরিয়ানা ম্যাচ টাই
গোয়ার ৯ উইকেটে ২৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানা ৫ উইকেটে ১৫৪ রান তুললে বৃষ্টিতে ম্য়াচ বন্ধ হয়ে যায়।♛ ভিজেডি নিয়মে ম্যাচ টাই ঘোষিত হয়।
হিমাচলকে হারাল গুজরাট
হিমাচলপ্রদেশের ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে 𝐆গুজরাট ২ উইকেটে ২৭০ রান তুলে ম্যাচ জিতে যায়। প্রিয়ঙ্ক পাঞ্চাল ৭৮ রান করেন।কথন প্যাটেল ৮০ রানের যোগদান র💙াখেন।
১১০ রানে জয় হায়দরাবাদের
চণ্ডীগড়কে ১১০ রান♒ের বড় ব্যবধানে পরাজিত করে হায়দরাবা🏅দ। ৩০৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামা চণ্ডীগড় ১৯৬ রানে অল-আউট হয়ে যায়।
৯ উইকেটে জয় জম্মু-কাশ্মীরের
উত্তরাখণ্ডের ৬ উইকেটে ২৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে জম্মু-কাশ্মীর ৪২.২ ওবারে ১ উইকেটের বিনিময়ে ২৫৭ রান তুলে ম্যাচ জিতে যায়। বিব্রান্ত শর্﷽মা ১৫৪ রান 🀅করে অপরাজিত থাকেন।
তীরে এসে তরী ডুবল ঝাড়খণ্ডের
বিদর্ভের ৩ উইকেটে ২৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ঝাড়খণ্ড ৬ উইকেটে ২৮৮ রানে আটকে যায়। ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধܫানে ম্যাচ জেতে বিদর্ভ। ১৩৮ রান করে অপরাজিত থাকেন সৌরভ তিওয়ারি।
রাজস্থানকে হারাল কর্ণাটক
কর্ণাটকের ২০ꦫ৮ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ৪১.১ ওভারে ১৪৮ রানে অল-আউট হয়ে যায়। ৬০ রানের ব্যবধানে ম্যাচ জেতে কর্ণাটক।
বড় জয় সার্ভিসেসের
মিজোরামকে ১২১ রানের বড় ব্যবধানে পরাজিত করে সার্ভিসেস। প্রথমে ব্যাট ক🎀রে সার্ভিসেস ৬ উইকেটে ৩১৮ রান তোলে। পালটা♔ ব্যাট করতে নেমে মিজোরাম ৮ উইকেটে ১৯৭ রানে আটকে যায়। ৮৯ রান করেন তরুবর কোহলি। ২৪ রান করে আউট হন শ্রীবৎস গোস্বামী।
দিল্লিকে হারাল অসম
অসমের কাছে লিগের শেষ ম্যাচে হেরে বসল দিল্লি। অসমে💎র ২৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ২২৫ রানে অল-আউট হয়ে যায়। যশ ধুল ২৯, নীতিশ রানা ৩৪ ও হিম্মত সিং ৮৪ রান করেন। ২টি উই🐲কেট নেন রিয়ান পরাগ। ২৫ রানে ম্যাচ জেতে অসম।
১০৫ রানে জয় মহারাষ্ট্রের
মহারাষ্ট্রের ৭ উইকেটে ৩৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে পুদুচেরি ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭৪ রান সংগ্রহ করে। ১০৭ রান করেন অঙ্কিত শর্মা। ১০৫ 💫রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে মহারাষ্ট্র।
দুর্দান্ত জয় মুম্বইয়ের
রেলওয়েজের ৫ উইকেটে ৩৩৭ রানের বিশাল ইনিংসকে টপকে দুর্দান্ত জয় তুলে নেয় মুম্বই। ৪৮.৩ ওভারে তারা ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৪৮ রান সংগ্রহ করে নেয়। সেঞ্চুরি করেন সরফরাজ খান। হাফ-সেঞ্চুরি করেন রাহানে ও পৃথ্বী।বিস্তারিত পড়ুন:- Vijay Hazare Trophy: সরফরাজের শতরানে স্বপ্নভঙ্গ বাংলার, ঈশ্বরনদের ছিটকে দিয়ে নক-আউটে পৃথ্বী-রাহানেদের ম⛦ুম্বই
বড় জয় ঋদ্ধিদের
ত্রিপুরার ৬ উইকেটে ৩৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মণিܫপুর ২৮ ওভারে ১০৬ রানে অল-আউট হয়ে যায়। ২৪০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতেন ঋদ্ধিমান সা꧃হারা।
৬ উইকেটে জয় পঞ্জাবের
নাগাল্যান্ডের ১৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব ২৯.৩ ওভ▨ারে ৪ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৬ রান তুলে নেয়। ৬৫ রান করেন আনমোলপ্রীত সিং। ৬ উইকেটে ম্যাচ জেতে পঞ্জাব।
অজিঙ্কা রাহানে আউট
৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮২ বলে ৮৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে আউ হন অজিঙ্কা রাহানে। ২৫৯ রান🍰ে ৪ উইকেট হারায় মুম্বই।
আবেশের ৬ উইকেটে বিরাট জয় MP-র
মধ্যপ্রদেশের ৭ উইকেটে ৩৪৯ রানেরꦛ জবাবে ব্যাট করতে নেমে বরোদা ꧒১৭.১ ওভারে মাত্র ৫৯ রানে অল-আউট হয়ে যায়। ২৯০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে মধ্যপ্রদেশ। রায়াড়ু ৯ ও ক্রুণাল পান্ডিয়া ৭ রান করেন। আবেশ খান ৩৭ রানে ৬টি উইকেট নেন। কুলদীপ সেন দখল করেন ২টি উইকেট।
৮ উইকেটে জয় ছত্তিশগড়ের
অন্ধ্রপ্রদেশকে ১৪৪ রানে অল-আউট করে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যা🌼চ জিতল ছত্তিশগড়। তারা ২৬.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬৫ রান করেন হরপ্রীত সিং ভাটিয়া।
হাফ-সেঞ্চুরি পাঞ্চালের
হিমাচ🍨লপ্রদেশের ২৬৫ রানের জবাবে ব্য়াট করতে নেমে গুজরাট ২৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২৭ রান তুলেছে🍰। কাথান প্াটেল ৭৫ ও প্রিয়ঙ্কা পাঞ্চাল ৫১ রান করেছেন।
ব্যাটিং বিপর্যয়ে উত্তরপ্রদেশ
সৌরাষ্ট্রের ৯ উইকেটে ২১৮ রানের জবাবে ব🔯্যাট করতে নে🦋মে উত্তরপ্রদেশ ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছে। খাতা খুলতে পারেননি প্রিয়ম গর্গ। রিঙ্কু সিং আউট হয়েছেন ৩ রান করে। ২টি উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট।
হাফ-সেঞ্চুরি রাহানের
সরফরাজ খানকে সঙ্গে নিয়ে পালটা লড়াই চালাচ্ছেন অজিঙ্কা রাহ▨ানে। ২৮ ওভার শেষে মুম্বই ৩ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলেছে। রাহানে ৫৪ ও সরফরাজ ৪৬ রানে ব্যাট করছেন।
সবার নজর জগদীশানের দিকে
তামিলনাড়ুর বিরুদ্ধে শুরুতে ব্যাট করে কেরল ৮ উইকেটেক বিনিময়ে ২৮৭ রান তোলে। বৃষ্টির জন্য সময় নষ্ট হলে তামিলনাড়ুর সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৭ ওভারে ২৭৬ রানের। ৭ ওভারে তামিলনাড়ু ১ উইকেট হারি✤য়ে ৪৩ রান তুলেছে। ২১ বলে ২৩ রান করে অপরাজিত রয়েছেন জগদীশান।
হাফ-সেঞ্চুরি করে আউট পৃথ্বী
৮টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৫১ রান করে আউট হন পৃথ্বী শ। মুম্বই ১০৭ রানে ৩ উইকেট হারায়। ১৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১২৩ রান। রাহানে ২৮ ও সরফর🗹াজ ১০ র🦩ানে ব্য়াট করছেন।
বরোদার বিরুদ্ধে বড় রান মধ্যপ্রদেশের
বরোদার বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বি🍃নিময়ে ৩৪৯ রান সংগ্রহ করে মধ্যপ্রদেশ। যশ দুবে ৫৮, হিমাংশু মন্ত্র𒈔ী ৬০, শুভম শর্মা ৮৮ ও রজত পতিদার ৫২ রান করেন। জিততে বরোদার দরকার ৩৫০ রান।
২ উইকেট হারিয়ে চাপে মুম্বই
রেলওয়েজের ঝুলিয়ে দেওয়া বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুম্বই🅘 ৬৬ রানে ২ উইকেট হারিয়ে বসে। ২ বলে ৪ রান করে আউট হয়েছেন যশস্বী জসওয়াল। ২৭ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন আরমান জাফর। ১০ ওভারে মুম্বইয়ের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান। ৩০ বলে ৩৪ রান কর🌱েছেন পৃথ্বী শ। মেরেছেন ৬টি চার।
বড় রানের ইনিংস গড়ল ঋদ্ধির ত্রিপুরা
মণিপুরের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৪৬ রান তোলেꦓ ত্রিপুরা। বিক্র𝕴ম কুমার দাস ১২৩ রান করেন। ৫৩ রান করেন সুদীপ চট্টোপাধ্যায়। ঋদ্ধি ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। জয়ের জন্য় মণিপুরের দরকার ৩৪৭ রান।
সস্তায় গুটিয়ে গেল কর্ণাটক
রাজ🍌স্থানের বিরুদ্ধে ২০৮ রানে অল-আউট হয়ে যায় ♐কর্ণাটক। নীকিন জোস ৬৭ ও শ্রেয়স গোপাল ৫৭ রান করেন। জিততে রাজস্থানের দরকার ২০৯ রান।
৩০০-র দোরগোড়ায় বিদর্ভ
ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৫০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৯৭ রান সংগ্রহ করে বিদর্ভ। ১২০ রান করেন ফৈয়জ ফজল। গণেꦛশ সতীশ ৫৫ রান করেন। জিততে ২৯৮ রান দরকার ঝাড়খণ্ডের।
অসমকে নাগালে বাঁধল দিল্লি
অসমকে ২৫০ রানে অল-আউট করে দেয় দিল্লি। ৯৩ রানে অপরাজিত থাকেন ঋষভ দাস। ৩৩ রানে ৩টি উইকেট নেন নীতিশ রানা। জয়ের জন্য দিল্লির দর💎কার ২৫১ রান।
রানের পাহাড়ে মহারাষ্ট্র
পুদুচেরির বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে মহারাষ্ট্র। অঙ্কিত বাউনি ২৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৪৩ বলে ১৮৪ রান করে অপর🎶াজিত ꧟থাকেন। ৮৮ রান করেন আজিম কাজি। রাহুল ত্রিপাঠীর অবদান ৬১। জিততে পুদুচেরির দরকার ৩৮০ রান।
বড় ইনিংস সার্ভিসেসের
মিজোরামের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভা𝓰রে ৬ উইকেটের বিনিময়ে ৩১৮ রান সংগ্রহ করে সার্ভিসেস। রোহিল্লা ৯৯꧙, রবি চৌহান ৬০ ও অর্জুন শর্মা ৫৩ রান করেন। সুতরাং, জয়ের জন্য মিজোরামের দরকার ৩১৯ রান।
মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান রেলওয়েজের
মুম্🙈বইয়ের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে বড় রানের ইনিংস গড়ল রেলওয়েজ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩৭ রান সংগ্রহ করে। প্রথম সিং ১০৯ ও মহম্মদ সইফ ৯২ রান করেন। সুতরাং, জয়ের জন্য মুম্বইয়ের দরকার ৩৩৮ রান। আশায় বুক বাঁধছে বাংলা। মুম্বই এই ম্যাচে হারলেই নক-আউটে যাবেন অভিমন্যু ইশ্বরনরা।
দুর্দান্ত শতরান প্রথম সিংয়ের
কলকাতা নাইট রাইডার্স এবছর স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে প্রথম সিংকে। কেকেআর বꦍাদ দেওয়ার পরে এবছর বিজয় হাজারে ট্রফিতে এই প্রথমবার মাঠে নামেন তিনি। রেলওয়েজের হয়ে ব্যাট করতে নেমে মুম্বইয়ের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেন প্রথম। তিনি ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ১০৯ রান করে আউট হন। রেলওয়েজ ৪৩.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৬১ রান তুলেছে।
অঙ্কিতের সেঞ্চুরি
পুদুচেরির বিরুদ্ধে দ🍸াপুটে শতরান মহারাষ্ট্র দলনায়ক অঙ্কিত বাউনির। ২৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২২ বলে ১৪৩ রান করে অপরাজিত রয়েছেন তি♎নি। হাফ-সেঞ্চুরি করেছেন আজিম কাজি। ৪২ ওভার শেষে মহারাষ্ট্র ২ উইকেটের বিনিময়ে ২৮৭ রান সংগ্রহ করেছে।
৯৯ রানে আউট রোহিল্লা
মিজোরামের বিরুদ্ধে ব্যক্তিগত 🐼৯৯ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন সার্ভিসেসের ওপেনার রোহিল্লা। ৯০ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন।
আশায় বুক বাঁধছে বাংলা
মুম্বইয়ে😼র বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ার ইঙ্গিত দিচ্ছে রেলওয়েজ। তারা ৩৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করেছে। বিবেক সিং ৪৭ রা♍নে আউট হয়েছেন। ৬৬ রানে অপরাজিত রয়েছেন প্রথম সিং। ৩১ রানে ব্যাট করছেন মহম্মদ সইফ। সুতরাং, আশায় বুক বাঁধছে বাংলা।
শূন্য রানে আউট রিয়ান
দিল্লির বিরুদ্ধে খাতা খোলার আগেই সাজঘরে 🌊ফেরেন রিয়ান পরাগ। তাঁকে এক বলেই আউট করেন নীতিশ রানা। নীতিশ ৫ ওভা💧রে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
বড় রান পেলেন না মণীশ
রাজস্থানের বিরুদ্ধে কর্ণাটকের হ🦄য়ে চার নম্বরে ব্যাট করতে নেমে মাত🐻্র ২১ রানে আউট হয়ে বসেন মণীশ পান্ডে। ৩৮ বলের ইনিংসে তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
হাফ-সেঞ্চুরি যশ ও মন্ত্রীর
বরোদার বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করেছেন মধ্যপ্রদেশের দুই ওপেনার যশ দুবে ও হিমাংশু মন্ত্রী। যশ ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ৫২ রান করে অপরাজিত রয়েছেন। ৬৫ বলে ৬০ রান করে আউট💦 হয়েছেন হিমাংশু।
লড়ছেন সুদীপ
মণিপুরের বিরুদ্ধে ত্রিপুরার হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে লড়াই চাল💮াচ্ছেন সুদীপ চট্টোপাধ্যায়। তিনি 💖২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৩৫ রান করে অপরাজিত রয়েছেন।
হাফ-সেঞ্চুরি আগরওয়ালের
চণ♛্ডীগড়ের বিরুদ্ধে হায়দরাবাদের হয়ে ওপেন করতে নেমে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তন্ময় আগরওয়াল। ৭২ বলে ৫২ রান করে অপরাজিত রয়েছেন তিনি। মেরেছেন ৬টি চার।
সেট হয়ে আউট জ্যাকসন
উত্তরপ্রদেশের বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে ওপ♔েন করতে নেমে শেল্ডন জ্যাকসন ৬১ বলে ৩২ র🌃ান করে আউট হন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
রাহুল ত্রিপাঠী আউট, হাফ-সেঞ্চুরি অঙ্কিতের
পুদুচেরির বিরুদ্ধে ওপেন করতে নেমে রাহুল ত্রিপাঠী ব্যক্তিগত ৬১ রানের মাথায় আউট হয়ে বসেন। ৭৩ বলের ইনিংসে তিনি ৭টি টার ও ১টি ছক্কা মারেন। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন মহারাষ্ট্র অধিনায়ক অঙ্কিত বা💧উনি।
হাফ-সেঞ্চুরি রাহুল ত্রিপাঠীর
মুম্বই (অপ💖রাজিত ১৫৬), সার্ভিসেস (১১১) ও মিজোরামের (অপরাজ🐼িত ১০৭) বিরুদ্ধে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার পরে এবার পুদুচেরির বিরুদ্ধে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন রাহুল ত্রিপাঠী। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। উল্লেখ্য, রেলওয়েজের বিরুদ্ধে প্রথম ম্য়াচে তিনি ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। কেবল বাংলার বিরুদ্ধে লিগের ম্যাচে ২ রান করে আউট হন ত্রিপাঠী।
হাফ-সেঞ্চুরি রোহিল্লার
মিজোরামের বিরুদ্ধে ওপেন করতে নেমে আগ্রাসী হ▨াফ-সেঞ্চুরি করেন সার্ভিসেসের ওপেনার রোহিল্লা। ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি।
মায়াঙ্ক ব্যর্থ
রাজস্থানের বিরুদ্ধে ওপেন করতে নেমে মাত্র ২ রান করে আউট হন কর্ণাটক অধিনায়ক মা𝕴য়াঙ্ক আগরওয়াল। ৩ রানে ১ উইকেট হারায় কর্ণাটক।
শুরুতেই উইকেট হারাল রেলওয়েজ
মুম্বইয়ের বিরুদ্ধে শুরুতেই ওপেনার শিবম চৌধুরীর উইকেট হারাল রেলওয়েজ। ১২ বলে ৬ রান করে রয়স্টোনের বলে যশস্বীর হাতে ধরা দেন শিবম। ১২ রানে 🥃১ উইকেট হারায় রেলওেজ।
শুরুতেই উইকেট হারাল রেলওয়েজের
মুম্বইয়ের বিরুদ্ধে শুরুতেই উ𓆉ইকেট হারাল রেলও𒉰য়েজ।
টস হারল মুম্বই
রেলওয়েজের বিরুদ্ধে ড⛄ু-অর-ডাই ম্যাচে টস হারল মুম্বই। টস জিতে রেলওয়েজ শুরুতে ব্যাট করার সিদ💛্ধান্ত নেয়। সুতরাং, রাঁচিতে রান তাড়া করবেন অজিঙ্কা রাহানেরা।
কীভাবে নক-আউটে যেতে পারে বাংলা
মুম্বই যদি শেষ ম্যাচে রেলওয়েজকে হারায়, তবে বাংলার সঙ্গে পয়েন্ট সংখ্যা সমান হলেও তারা প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। অন্যদিকে, রেলওয়েজ যদি শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে দেয়, তবে বাংলার মতোই ১৬ পয়েন্টে পৌঁছেও ছিটকে যাবে তারা। লিগের ম্যাচে রেলওয়েজকে হারানোর সুবাদে বাংলা পৌঁছে যাবে প্রি-কোয়ার্টার ফাইনালে।বিস্𝄹তারিত পড়ুন:- Vijay Hazare Trophy: মুম্বই হারলে বিজয় হাজারে ট্রফির নক-আউটে উঠবে বাংলা, দেখে নিন অঙ্কটা
কারা নক-আউটের দৌড়ে টিকে রয়েছে
এ🔥-গ্রুপ থেকে সৌরাষ্ট্র, উত্তরপ্রদেশ, চণ্ডীগড় ও হায়দরাবাদ🦩 নক-আউটের দৌড়ে রয়েছে।বি-গ্রুপ থেকে লড়াইয়ে রয়েছে কর্ণাটক, ঝাড়খণ্ড, অসম ও রাজস্থান।সি-গ্রুপ থেকে নক-আউটের দৌড়ে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল ও হরিয়ানা।ই-গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা খোলা রয়েছে বাংলা ও মুম্বইয়ের সামনে।
কারা ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে
শেষ রাউন্ডের ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ইতিমধ্যেই নক-আউটের টিকিট নিশ্চিত করেছে এ👍লিট ডি-গ্রুপের পঞ্জাব🎐 ও জম্মু-কাশ্মীর এবং এলিট ই-গ্রুপের মহারাষ্ট্র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।