সরফরাজ খানের দুর্দান্ত শতরানে স্বপ্নভঙ্গ𒁃 হল বাংলার। এলিট ই-গ্রুপের শেষ লিগ ম্যাচে মুম্বই রেলওয়েজকে হারাতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় অভিমন্যু ঈশ্বরনদের। অথচ ম্যাচে দীর্ঘ সময় মুম্বইকে চাপে রেখেছিল রেলওয়েজ। তবে পৃথ্বী-রাহানে-সরফরাজ-মুলানিদের সমবেত লড়াইয়েই শেষমেশ হার মানতে হয় রেলওয়েজকে। ব্যর্থ হয় প্রথম সিংয়ের ব্যাট হাতে অনবদ্য লড়াই।
রাঁচিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নাম রেলওয়েজ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩৭ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। প্রথম সিং 🔯৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ১০🐈৯ রান করে আউট হন।
এছাড়া ৯২ রান করেন মহম্মদ সইফ। ৪৭ রান করে আউট হন বিবেক সিং। ৪টি চারꦐ ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন করণ শর্ম💧া। মুম্বইয়ের হয়ে ১টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে, রয়স্টন ডায়াস, মোহিত আবস্তি ও শামস মুলানি।
পালটা ব্যাট করতে নেমে মুম্বই একসময় ১০৭ র𒁏ানে যশস্বী জসওয়াল (৪), আরমান জাফর (৩০) ও পৃথ্বী শ-র (৫১) উইকেট হারিয়ে বসেছিল। সরফরাজকওে সঙ্গে নিয়ে সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান ক্যাপ্টেন রাহানে। অজিঙ্কা ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮২ বলে ৮৮ রান করে সাজঘরে ফেরেন।
মুলানিকে সঙ্গে নিয়ে মুম্বইকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন সরফরাজ। শেষেমশ ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ১১৭ রান করে মাঠ ছাড়েন সরফরাজ। মুম্বই ৪৮.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯ বল বাকি থাকতে ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে যায় তারা। মুলানি ৫টি ꦜচার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে๊ ৪৬ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন:- Vijay Hazare Trophy Live: আবেশের ৬ উইকেট, রায়াড়ুদের𓆉 ৫৯ রানে গুটিয়ে দিল MP
এই জয়ের সুবাদে বাংলাকে ছিটকে দিয়ে চলতি বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মুম্বই। বাংলার মতোই তারা সংগ্রহ করে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট। তবে মুখোমুখি লড়াইয়ে ꦍবাংলাকে পরাজিত করার জন্যই পরের রাউন্ডের ট🌊িকিট হাতে পেয়ে যান রাহানেরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।