বাইশ গজে ইতিহাস গড়ে ফেলল জম্মু ও কাশ্মীরের ক্রিকেট দল। বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠল তারা। প্রথমবারের মতো বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠেছে জম্মু ও কাশ্মীর দল। অন্যদিকে উত্তরপ্রদেশ ও কর্ণাটকও নিজ নিজ ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। মুম্বই, কেরালা ও ঝাড়খণ💞্ডের দল হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে।
আরও পড়ুন… আট বছরে প্🐭রথমবার! সিডনি সিক্সারকওে ১০ রানে হারিয়ে WBBL চ্যাম্পিয়ন অ্যাডিলেড স্ট্রাইকার
শনিবার বিজয় হাজারের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে জম্মুও ও কাশ্মীর কেরালাকে, উত্তরপ্রদেশ মুম্বইকে এবং কর্ণাটক ঝাড়খণ্ডকে হারিয়েছে। জম্মু ও কাশ্মীরের বোলার আকিব নবির তীক্ষ্ণ বোলিংয়ের সামনে কেরালা দল ৪৭ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায়। ৬২ রান করেন ভিনুপ মনোহরন। জম্মু ও কাশ্মীরের হয়ে🌺 চার উইকেট নেন আকিব নবি। কেরালার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুভম খাজুরিয়ার ৭৬ রান ও কামরান ইকবালের ৫১ রানের সুবাদে তিন উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন করে নেয় জম্মু ও কাশ্মীর।
আরও পড়ুন… মানসিকভাবে শক্তিশালী হতে হবে- পরের ম্যাচে ঘুরে দাঁড়াব⛎ে ভারত বিশ্বাস শ্রেয়সের
একই সময়ে, উত্তরপ্রদেশের দল মুম্বইকে আট উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। মুম্বই দল ৪৮.৩ ওভারে ২২০ রানে গুটিয়ে যায়। হার্দিক তোমারে ৫৩ ও শামস মুলানি ৫১ রান করেন। শিবম মাভি চারটি, কার্তিক ত্যাগি ও শিবা সিং দুটি করে উইকেট নেন। আরিয়ান জুয়ালের ৮৩ রান এবং মাধব কৌশিকের ৪৬ রানের সাহায্যে উত্তরপ্রদেশ ৪৫.৪ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। প্রিয🐼়ম গর্গ ৩৯ ও করণ শর্মা ৪২ রান করে অপরাজিত থাকেন।
অন্য ম্যাচে ঝাড়খণ্ডকে পাঁচ উইকেটে হারিয়🍌েছে কর্ণাটক। ঝাড়খণ্ডের দল ৪৭.১ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায়। কুমার কুশগার ৭৪ রান এবং অনুকুল রায় ৫৭ রান করেন। নিকিন নোজের অপরাজিত ৬৩ এবং রবিকুমার সমর্থের ৫৩ রানের সাহায্যে কর্ণাটক পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে নেয়। পঞ্জাব, মহারাষ্ট্র, আসাম, তামিলনাড়ু ও সৌরাষ্ট্রের দল ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠেছে। এখন জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং কর্ণাটকও কোয়ার্টার ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।