শুভব্রত মুখার্জি: কথায় বলে 'ভিনি, ভিডি, ভিসি' অর্থাৎ তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। অনেকটা এই ঢঙেই প্রো-বক্সিংয়ের রিঙে ফিরলেন বিজেন্দ্র সিং। দীর্ঘদিন বাদে রিঙে ফিরে প্রতিপক্ষকে নক আউট করে ছিনিয়ে নিলেন জয়। বাউট জিততে নিলেন মাত্র ২টি রাউন্ড। আর তাতেই কার্যত ধরাশায়ী করলেন ঘানার প্রতিযোগীকে। রায়পুরে এদিন ✨ঘানার এলিয়াসু সুলের বিরুদ্ধে এক অনবদ্য জয় 🙈তুলে নিলেন বিজেন্দ্র সিং।
আরও পড়ুন: 'T20 বিশ্বকাপের আগে নার্𓂃ভাস', ভারতীয় দলের ভিতরের🅘 রহস্য ফাঁস পন্তের
প্রসঙ্গত ন্যাশনাল ওয়েস্ট আফ্রিকা বক্সিং ইউনিয়নের চ্যাম্পিয়ন বক্সার এলিয়াসু সুলে। ফলে তার বিরুদ্ধে বিজেন্দ্র সিংয়ের লড়াইটা যে কঠিন ছ𓆏িল তা বলাই বাহুল্য। এই ম্যাচে জয়ের ফলে বিজেন্দ্র সিংয়ের প্রো-বক্সিংয়ের রেকর্ড দাঁড়াল ১৩-১। ম্যাচ জয়ের পরে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও 🔯জানিয়েছেন বিজেন্দ্র সিং। তিনি জানিয়েছেন তার পরবর্তী সম্ভাব্য ম্যাচ খেলা হবে ২০২২ সালের ডিসেম্বর মাসে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।