টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনার পদক জেতার পরে ভারতের 𝔍অ্যাথেলেটিক্সের ছবিটা যেন বদলে গিয়েছে। টোকিও অলিম্পিক্সে পদক জয়ের ধারা অব্যহত রাখলেন ভারতের তরুণ তরুণীরা। টোকিও অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে নীরজ চোপড়ার সোনার পর বিশ্বমঞ্চে শৈলী ও অমিত খাতরির হাত ধরে ভারত রুপো জিতেছে। এর ফলে বিশেষজ্ঞেরা মনে করছেন অ্যাথলেটিক্স থেকে ভবিষ্🧸যতে পদকের আশা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞমহলের দাবি, তরুণ প্রজন্ম অ্যাথলেটিক্সে আরও বেশি উৎসাহিত হচ্ছে।
এরই মধ্যে নꦰাইরোবিতে অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতে দেশে ফ𒐪িরেছেন ঝাঁসির মেয়ে শৈলী সিং। দেশে ফিরতেই ফুলের তোড়া দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান হয়। দেশে ফেরার পরে শৈলীর একটি ভিডিয়ো দারুণ ভাবে ভাইরাল হচ্ছে। পঞ্জাবি গানের তালে বান্ধবীদের সঙ্গে শৈলীকে নাচতে দেখা যায়। বেঙ্গালুরুর সাই-তে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই ভারতের নতুন তারকা বন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন। সেই সময় রুপোর মেয়ে খুশিতে মাতোয়ারা হয়ে বান্ধবীদের সঙ্গে পঞ্জাবি গান ‘থ্রি পেগ’-এর তালে পা নাচতে থাকেন। সেই ভিডিযো ও ছবি পোস্ট করেছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া।
সাই মিডিয়া 💜ছাড়াও টুইটারে শৈলীর নাচের ভিডিও পোস্ট করেছেন তাঁর মেনꦡ্টর অঞ্জু ববি জর্জ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শৈলীর নাচের ভিডিযো। নেটিজ়েনদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ১৭ বছরের শৈলী বিশ্বমঞ্চে রুপো জিতে দেশকে গর্বিত করেছেন। শৈলীর গর্বে তাই নেচে উঠলেন সতীর্থরাও, যেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।