ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে সচিন তেন্ডুলকরের এক অনন্য নজির স্পর্শ করার হাতছানি রয়েছে বিরাট কোহলির সামনে। দেশের মাটিতে প🥀াঁচ হাজার রান পূর্ণ করা থেকে আর মাত্র ছয় রান দূরে রয়েছেন বিরাট কোহলি। তাঁর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে এই নজির রয়েছে লিটল মা✅স্টারের। ১২১ ইনিংসে দেশের মাটিতে পাঁচ হাজার রান পূর্ণ করেছিলেন সচিন তেন্ডুলকর।
বিষয়টি কাকতালীয় হলেও, সচিন দেশের মাটিতে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। রবিবার প্রথম ওডিআইতে ছয় রান করলে সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই দেশের 🎃মাটিতে পাঁচ হাজার রানের নজির স্পর্শ করবেন কোহলি। সেই সঙ্গে কোহলি ভক্তদের আশা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন অঙ্কের ঘরে ফের রান করবেন প্রাক্তন ভারত অধিনায়ক। দুই বছরের বেশি হয়ে গেল, ক্ꦿরিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করতে পারেননি কোহলি। যা নিয়ে কিন্তু নিন্দুকেরা তীব্র সমালোচনাও করছেন।
৬ ফেব্রুয়ারি প্রথম ওডিআই ম্যাচে মুখোমুখি হ🐼বে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। রবিবার এই ম্যাচের মধ্যে দিয়ে ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হাজারতম ম্যাচ খেলতে চলেছে ভারত। অথচ তার আগে করোনা হানা দিয়েছে ভারতীয় শিবিরে। শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার এবং নভদীপ সাইনি সহ মোট সাত জন ক্রিকেটার কোভিড আক্রান্ত। যে কারণে ভারতের ওডিআই দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। পরে ওডিআই দলে অন্তর্ভুক্ত করা হয় ইশান কিষাণকেও। তিনটি ওডিআই ম্যাচই খেলা হবে আহমেদাবাদে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।