নেটেই একের পর এক দুরন্ত সব শট মেরে চলেছিল বাচ্চা ছেলেটি। উল্টোদিকে যিনি থ্রোডাউন দিচ্ছিলেন, তিনি তো আঘাত লাগার ভয় পেয়ে যাচ্ছিলেন। নেটেই বাচ্চা ছেলেটির কী আগ্রাসন। খেলার স্টাইলের সঙ্গে ভারত꧙ের বিধ্বংসী প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের মিলও খুঁজে পাওয়া যাচ্ছিল। জানেন সেই ছেলেটি আসে কে?
আরও পড়ুন: ICC T𒅌est Rankings-এ 🦋রুটকে চারে নামিয়ে একে উঠলেন ল্যাবুশান, দশের মধ্যে ভারতের দুই
সে আর কেউ 🌠নয়। বীরুরই সুযোগ্য পুত্র। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর বিজয় মার্চেন্ট ট্রফির জন্য দিল্লির অনূর্ধ্ব-১৬ দলে খেলোয়াড়দের তালিকায় সুযোগ পান। এর পরেই তাঁর একটি নেট অনুশীলনের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, আর্যবীর থ্রোডাউনে প্র্যাকটিস করছে। নিখুঁত সব শট মারছে। যে ভিডিয়ো দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। আর্যবীর নিজে এই ভিডিয়োটি পোস্ট করেছে। ছবিটি আর্যবীর ৮ সপ্তাহ আগে পোস্ট করেছিল। সম্প্রতি এটি ভাইরাল হয়েছে।
২০১৯ সালে সেহওয়াগ জানিয়েছিলেন যে, তাঁর দুই ছেলে🐬কেই যে ক্রিকেটার 𓆉হতে হবে, এমন কোনও চাপ নেই। তারা যেটা হতে চায়, তাদের পছন্দ মতো পেশা বেছে নিতে পারে। এই ব্যাপের ছেলেদের পূর্ণ স্বাধীনতা রয়েছে বলে জানিয়েছিলেন সেহওয়াগ।
তিনি বলেছিলেন, ‘আমি ওদের মধ্যে (দুই ছেলে) আলাদা সেহওয়াগ দেখতে চাই, এমনটা নয়। ওরা চাইলে বিরাট কোহলি বা হার্দিক পান্ডিয়া বা এমএস ধোনি হতে পারে। কিন্তু ওদের ক্রিকেটারই হতে হবে, এমন কোনও বিষয় নেইষ ওরা ওদের পেশা স্বাধীন ভাবে বেছে নিতে পারে। এবং আমরা যতদূর সম্ভব ওদের এই বিষয়ে সাহায্য করব। কিন্তু আসল বিষয়☂ হলো, ভালো মানুষ হওয়া।’ ভারতের প্রাক্তন ওপেনারের ছেলেকে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে বিহারের মুখোমুখি হওয়ার জন্য দিল্লির দলে নেওয়া হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।