একজন ‘ভয়েস অফ ফুটবল’, অপরজন ‘ভয়েস অফ ক্রিকেট’। দু'জনেরই ধারাভাষ্যে মন্ত্রমুগ্ধ হয়ে থাকে পুরো দুনিয়া। দু'জনেই এমনভাবে খেলার বিররণ দেন যে তা হৃদয় ছুঁয়ে যায়। কোনও ছোট ঘটনাও প্রাণ পেয়ে যায়, আবার কোনও বিশেষ মুহূর্তকে ইতিহাসের পাতায় তুলে দেয় তাঁদের ধারাভাষ্য। আর সেই দুই প্রিয় ধারাভাষ্যকা🧸রকে একসঙ্গে দেখার স্বপ্ন যাতে পূরণ হয়, সেজন্য অনেকেই সোশ্যাল মিডিয়ায় আর্জি জানাতে থাকꦺেন। তাতেই হল ম্যাজিক। আগামী সপ্তাহেই বিখ্যাত ফুটবল ধারাভাষ্যকার পিটার ডুরি এবং বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলের দেখা হতে চলেছে। তার আগেই একে অপরের প্রতি তাঁদের শ্রদ্ধা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে নেটপাড়া। ডুরি বলেছেন, ‘হর্ষ আমার হিরো।’ যে মন্তব্যে হর্ষও নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি।
কীভাবে ডুরি ও হর্ষের সাক্ষাতের প্রসঙ্গ উঠেছে?
সম্প্রতি টুইটারে হর্ষকে এক নেটিজেন প্রশ্ন করেন, ‘আপনি পিটার ডুরির ধারাভাষ্য শুনেছেন? ওঁনার স্টাইল ভালো লাগে?’ সেই প্রশ্নের জবাবে হর্ষ বলেন, ‘অবশ্যই। আশা করছি যে 𝓰কোনওদিন ওঁনার সঙ্গে দেখা করার সুযোগ পাব।’ সেই টুইটের প্রেক্ষিতে অপর বিখ্যাত ধারাভাষ্যকার জিম বেগলিংকে ট্যাগ করে এক নেটিজেন বলেন, ‘দয়া করে এটা বাস্তবে পরিণত করুন।’ প্রত্যুত্ত♉রে জিম বলেন, 'কিছুটা কঠিন হতে পারে কাজটা। কারণ সেটার জন্য হর্ষ ভোগলেকে ইংল্যান্ডে আসতে হবে। অথবা পিটারকে ভারতে যেতে হবে। আমি আজ রাতে পিটারের সঙ্গে থাকব। ওকে এই বিষয়টা বলব।'
তারপর ইউরোপা লিগের ফাইনালের রাতে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত আসে। সোনি স্পোর্টস নেটও♚য়ার্কের টুইট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, ফাইনালের শোয়ের মধ্যেই সঞ্চালক আদ্রিয়ানো ডেল মন্টে বলেন যে 'হর্ষ ভোগলে - দ্য ভয়েস অফ ক্রিকেট। টুইটারে আলোচনা চলছে। আমায় বলা হয়েছে যে উনি আপনার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন। সেটা কি হবে?'
সে𒊎ই প্রশ্নের জবাবে একেবারে উচ্ছ্বাসের সঙ্গে ডুরি বলেন, ‘আমার আশা করছি যে আমি বাড়াবাড়ি করছি না। আমার মনে হয় যে আগামী সপ্তাহে আমরা লন্ডনে💞 দেখা করব। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি আর অপেক্ষা করতে পারছি না। ও আমার হিরো।’
ডুরির সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দুই প্রিয় ধারাভাষ্যকারের সাক্ষাতের জন্য তাঁরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন হর্ষও। তিনি বলেন, ‘কী মারাত্মক আড়ম্বরতার সঙ্গে উনি পুরোটা অতিরঞ্জিত করতে পারেন। অবশ্যই আগামী ♋সপ্তাহে পিটার ডুরির সঙ্গে দেখা করত🧸ে মুখিয়ে আছি। তাঁর সঙ্গে খেলাধুলো এবং সম্প্রচারের ভাবনাচিন্তা ভাগ করে নিতে মুখিয়ে আছি।’ সেইসঙ্গে তিনি বলেন, 'আমার মনে হয় অত্যন্ত বিনয়ের সঙ্গে পুরো বিষয়টি অতিরঞ্জিত করে তুলছেন উনি। তবে সেটা গ্রহণ করতে আমার ছিঁটেফোটা আপত্তি নেই।'
(এ﷽ই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বা𝕴ংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।