ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) মঙ্গলবার ২০২৩ সালের জুন মাসের প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। আর সেখানেই নজির গড়ে ফেলেছেন অ্যাশলে গার্ডনার। প্রথম খেলোয়াড় (পুরুষ/মহিলা) হিসেবে তিনি এই নিয়ে তিন বার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কার জ𒆙িতেছেন। এই নজির পুরুষ বা মহিলা কোনও ক্রিকেটারেরই নেই।
আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার জিতেছেন🐼 শ্রীলঙ্কার রেকর্ড-ব্রেকিং স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি তাঁর দলের হয়ে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়াꦑরে দুরন্ত পারফরম্যান্স করেছেন। এবং দলকে বিশ্বকাপের মূলপর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
প্রথম মহিলা অ্যাশেজ🍃ে একটি স্মরণীয় পারফরম্যান্সের পরে আইসিসি মহিলা খেলোয়াড়দের মাসের পুরস্কার জিতে নেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার অ্যাশলে গা💮র্ডনার। এর আগে তিনি ২০২২ সালের ডিসেম্বরে প্রথম বার এই পুরস্কার জিতেছিলেন। এর পর ২০২৩ ফেব্রুয়ারিতেও প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কার পান গার্ডনার।
আরও পড়ুন: ৯৬ করেও জয়, ১১ বছরের আগের𒆙 রেকর্ড স্পর্শ করলেন হরমনরা
এদিকে হাসারাঙ্গা জুনে ১০.০০ গড়ে মোট ২৬ উইকেট নিয়েছিলেন। বিশ্বকাপের কোয়ালিফায়ারে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী হন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে ছয় উইকেট নে ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পরে ওমান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচটি করে উইকেট নিয়ে রেকর্ড ไকরে ফেলেন। হাসরাঙ্গা ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে ওডিআই ক্রিকেটে টানা তিন ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েন।
শ্রীলঙ্কা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার পর ꦉএমনিতেই খুশি। তার পর আবার হাসারাঙ্গা এই পুরস্কার জিততে পেরে খুশি। তিনি বলেছেন, ‘আমি এই পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। এবং আমরা ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর এই পুরস্কার পাওয়াটাও শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। আইসিসি পুরুষদের মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সৌভাগ্যবান এবং সম্মানিত।’
আরও 🍎পড়ুন: ইডেনে বিশ্বকাপের ৫ ম্যাচের টিকিটের দাম আলাদ🐎া আলাদা, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে তো?
২০২২ সালের জুলাই মাসে প্রভাত জয়সুর্যের পর হাসরাঙ্গাই প্রথম শ্রীলঙ্কান খেলোয়াড়, যিনি এই পুরস্কার জিতেলেন। জুন মাসের পুরুষদের সেরা প্লেয়ার হওয়ার তালিকায় হাসারাঙ্গা ছাড়াও ছিলে💮ন বিশ্বকাপের কোয়ালিফায়ারের আর এক তারকা পারফর্মার জিম্বাবোয়ের শন উইলিয়ামস এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিꦓপের ফাইনালে অস্ট্রেলিয়াকে জিততে সাহায্য করা তারকা ট্র্যাভিস হেড।
অ্যাশলে গার্ডনারও পুরস্কার জিতে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘যারা আমাকে মাসের সেরা আইসিসি মহিলা খেলোয়াড়র হওয়ার জন্য ভোট দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবা🧜দ।’ মাসের সেরা পুরস্কার জেতার মে꧂য়েদের তালিকায় গার্ডনারের সঙ্গে ছিলেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।