অনেকদিন ধরেই জাতীয় দলের🥃 বাইরে রয়েছেন ওপেনার শিখর ধাওয়ান। ইশান কিষাণ ও শুভমন গিলের স্বপ্নের উত্থানের পর জাতীয় দল থেকে একপ্রকার ব্রাত্য হয়ে রয়েছেন ‘গব্বর'। বিশ্বকাপের বছরে তিনি জাতীয় দলে জায়গা করে নিতে পারবেন কিনা তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে জায়গা পান শিখর। কিন্তু ইশান কিষাণের ডবল সেঞ্চুরি তাঁর প্রথম একাদশের জায়গায় জল ঢেলে দেয়।
ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি ধাওয়ানকেꦛ নিয়ে মন্তব্য করেন। তিনি মনে করেন, বিগত বছরগুলিতে ভারতীয় দলের জয়গুলির পিছনে শিখর ধাওয়ান নীরব ভাবে নিজের দায়িত্ব পালন করে𝓀ন। নিজের ইউটিউব চ্যানেলে এই অভিজ্ঞ স্পিনার বলেন, ‘বিরাট কোহলি ও রোহিত শর্মার সম্পর্কে আমরা অনেক কথা বলি। তবে ধাওয়ান নিজের কাজ সম্পূর্ণ নীরবে করে গিয়েছে।’ অশ্বিন প্রশ্ন তুলে বলেছেন, ‘ভারতীয় দলের শূন্যতা পূরণের জন্য কি ধাওয়ানের জায়গা হবে? আমাদের কি শিখর ধাওয়ানকে ফিরিয়ে আনা উচিত নাকি সদ্য ডবল সেঞ্চুরি করা ইশান কিষাণের উপর ভরসা রাখা দরকার? একটি বিশাল স্কোরের ভিত্তিতে একজন ক্রিকেটারকে সমর্থন করার পরিবর্তে, আমাদের দেখতে হবে দলের কী প্রয়োজন। কোন ক্রিকেটার চাপের মধ্যে নিজের স্নায়ু ঠিক রেখে খেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তা দেখা উচিত।’
ইশান কিষাণ ডবল সেঞ্চুরি করার পরেও দলের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন। রোহিত শর্মার নেতৃ🔥ত্বাধীন ভারতীয় দল সুযোগ দেয় শুভমন গিলকে। সেই সুযোগ হাতছাড়া করেননি তিনি। গিলও করেন দ্বিশতরান। এ বিষয়ে অশ্বিন বলেন, ‘ইশান কিষাণ ডবল সেঞ্চুরির পরেও দল থেকে বাদ পড়েছে। তবে টিম ইন্ডিয়া শুভমন গিলের রান দেখছে। ও প্রচুর রান করছে। সময়ের সঙ্গে সঙ্গে দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটর হয়ে উঠছে শুভমন। দুর্দান্ত ব্যাটিং দক্ষতা রয়ে༺ছে।’
বলা বাহুল্য চলতি বছরের শেষে ওডিআই বিশ্বকাপ বসবে ভারতের মাটিতে। সেই টুর্নামেন্টের কথা মাথায় রেখে জাতীয় ဣদলের ওপেনিং জুটিতে প্রতিযোগিতা ক্রমশ কঠিন হচ্ছে। ইশান কিষাণ ও শুভমন 🧸গিলের মধ্যে ওপেনিং জুটিতে কে জায়গা পাবেন? তা নিয়ে চলছে বিভিন্ন আলোচনা। তার মধ্যেই শোনা গেল অশ্বিনের মুখে শিখর ধাওয়ানের কথা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।