হ্যামস্ট্রিং-এর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে ভারতের টি-টোয়েন্টি বিশেষজ্ঞ পেসার দীপক চাহারের আরও কিছু দিন সময় লাগবে। বলা হচ্ছে, আগামী চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে দীপক চাহার পুরোপুরি ফিট হয়ে উঠ๊বেন। তারপরেই দীপক চাহার মাঠে ফিরতে পারবেন। এই চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসরের পুরো মরশুম বাদ পড়েছিলেন দীপক চাহার।
দীপক চাহারের পাশাপাশি ক্রিকেটার ওয়াশিংটন সুন্দরের চোট নিয়ে এসেছে বড় আপডেট। শোনা যাচ্ছে হাতের চোট থেকে সেরে উঠছেন ওয়াশিংটন সুন্দর। এই দুই খেলোয়াড়ই টি নটরাজনের সঙ্গে জাতীয় ক্রিক𓆉েট অ্যাকাডেমিতে পু💜নর্বাসনের প্রক্রিয়ায় রয়েছেন। শোনা গিয়েছে স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ইংল্যান্ডের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব করতে ইংল্যান্ড সফরে যাচ্ছেন।
আরও পড়ুন… বল ক🌠রার আগে ডান্স করছেন বোলার! নিশ্চিত ক্রিকেটে কখনও এমন ডেলিভারি দেখেননি
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘ওয়াশিংটন সম্পূর্ণ ফিটনেসের কাছাকাছি রয়েছে এবং তাকে মাঠ༒ে সময় দিতে হবে যে গতি সে কেবল লাল বলের ক্রিকেটে পাবᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে যাচ্ছেন তিনি। এটি তাকে আরও ভালো অবস্থানে রাখবে।’
আরও পড়ুন… বল 𝄹করার আগে ডান্স করছেন বোলার! নিশ্চিত ক্রিকেটে কখনও এমন ডেলিভারি দেখেননি
কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের সময় চোট পাওয়া চাহারকে এনসিএ-তে সকালের সেশনে ভালো অবস্থায় দেখাচ্ছিল। তার পুনর্বাসন সেশনের পরে, তিনি পিটিআইকে বলেছিলেন, ‘আমি আমার পুনর্বাসনের সময়সূচী অনুসারে এই মুহূর্তে চার থেকে পাঁচ ওভারেরꦉ বোলিং অনুশীলন করছি। আমার সুস্থ হওয়া প্রক্রিয়া (চোট থেকে পুনরুদ্ধার) খুব ভালোভাবে চলছে এবং আমি মনে করি ম্যাচের জন্য আমার প্রয়োজনীয় ফিটনেস ফিরে পেতে আরও চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে।’
আরও পড়ুন… বল করার আগে ডান্স করছেন বোলার! নিশ্চিত ক্রিকেটে কখনও এমন ডেඣলিভারি দেখেননি
এই পেসার স্বীকার করেছেন যে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে ভা❀রত টি-টোয়েন্টি সিরিজ না খেলা পর্যন্ত তার পক্ষে ফিট হওয়া সম্ভব হবে না। তিনি বলেছেন, ‘যতদূর ফিট হওয়ার বিষয়ে, এটি একটি ধাপে ধাপে প্রক্রিয়া। ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের জন্য আমি ফিট হব বলে মনে হয় না। একবার আমি ম্যাচ ফিট হয়ে গেলে, আমার ফিটনেস পরীক্ষা করার জন্য আমাকে কিছু ক্লাব স্তরের ম্যাচ খেলতে হবে।’
তবে এখানে ব্যাটিং অনুশীলনের সময় স্বাচ্ছন্দ্য দেখাচ্ছিল দীপক চাহারকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ফিটনেস ফিরে পাবেন বলে তিনি আশাবাদী। সুইং বোলার বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে পারছি না, তবে ততক্ষণে আমি অবশ্যই ফিট হওয়ার চেষ্টা করবꦏ।’ ভা🦄রত ওয়েস্ট ইন্ডিজে ২২ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।